'হেমন্তের অপরাহ্নে' ছবি পরিচালনায় ফিরলেন অশোক বিশ্বনাথন

দীর্ঘদিন পর ছবি পরিচালনায় ফিরলেন অশোক বিশ্বনাথন। তাঁর নতুন ছবির নাম 'হেমন্তের অপরাহ্নে'। ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি যোগেশ মাইম একাডেমিতে এই ছবির শুটিং হয়ে গেল। এখনও বাকি রয়েছে শুটিং। ছবির প্রেক্ষাপট গড়ে উঠেছে মফস্বলের একটি নাট্যদলকে কেন্দ্র করে। মঞ্চের গল্প  দেখা যাবে পর্দায়। এক কম বয়সী মেয়ে ও এক বয়স্ক ব্যক্তির সম্পর্ক কেন্দ্র করে ছবির গল্প। তার সঙ্গে মিলেমিশে গিয়েছে থিয়েটার। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অশোক বিশ্বনাথনের কন্যা তথা মডেল ও অভিনেত্রী অনুষা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায়, মেঘলা দাশগুপ্তকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিদিপ্তা চক্রবর্তী, সোহিনী দাশগুপ্ত ও সৌম্যশ্রী মতো অভিনেত্রীকে।

ছবির শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদের এই ছবি সম্পর্কে জানিয়েছেন পরিচালক অশোক বিশ্বনাথন। তিনি বলেছেন,  ‘ছবিতে এক অবসরপ্রাপ্ত মানুষ ও একজন নাবালিকার সম্পর্ক দেখানো হবে। কিন্তু এটা প্রেম, ভালোবাসা না শ্রদ্ধা বা স্নেহের সম্পর্ক সেটাকে এখন সংজ্ঞায়ন করছি না। ছবির প্রেক্ষাপট পোস্ট কোভিডের সময়। এই পরিস্থিতিকে মানুষ কীভাবে দেখছে? আর নাট্যদলের পর্দায় পিছনে কী ঘটে? চলচ্চিত্রে পর্দার পিছনে কী ঘটে? নাটক এবং চলচ্চিত্রে সম্পর্ক এবং আজকের দিনে মানুষের মধ্যে থাকা অস্থিরতা। এই সব কিছুই এই ছবিতে রয়েছেন। ছবিটা করতে গিয়ে শুধুমাত্র অনুষা নয় প্রত্যেকের কাছ থেকেই অনেক নতুন কিছু শিখতে পেরেছি।’

এটা শেয়ার করতে পারো

...

Loading...