'কাকাবাবুর প্রত্যাবর্তন' নিয়ে ফিরে পাওয়া গেল আরিয়ান ভৌমিককে

টলিউডের নতুন প্রজন্মের প্রতিভাবান অভিনেতা হলেন আরিয়ান ভৌমিক। 'নীল রাজার দেশ' ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। তারপর বহু সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে‌। ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তার নতুন ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। এই ছবিতে আবার সন্তুর ভূমিকায় দেখা যাবে এই জনপ্রিয় অভিনেতাকে‌। সম্প্রতি জিয়ো বাংলার পর্দায় ধরা দিয়েছেন আরিয়ান ভৌমিক

প্র: পর পর তিনটে অভিযানের পর গোয়েন্দাগিরিতে কতটা পটু হল সন্তু?

আরিয়ান: তার জন্য 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ছবিটা দেখতে হবে। এছাড়াও আমার যেভাবে বয়স বেড়েছে একইভাবে এই 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ছবিতে বয়স বাড়িয়ে দেখানো হয়েছে সন্তুকে। আর বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বেড়েছে সন্তুর।

প্র: আফ্রিকার 'মাসাই মারা' জঙ্গলে শুটিং করে কতটা খুশি তুমি?

আরিয়ান: আমি সেই 'মিশর রহস্য' শুটিং করার সময় থেকেই জানতাম যে, মরুভূমি, পাহাড় আর  জঙ্গলে এই ছবির পরবর্তী পর্বগুলির শুট হবে। প্রত্যেক দিনই নতুন অভিজ্ঞতা সম্মুখীন হতে হয়েছে আমাদের। আফ্রিকায় গিয়ে শুটিং করতে হবে সেটা শুনে খুব খুশি হয়েছিলাম। জলহস্তী, হায়না ও ছাড়াও বিভিন্ন ধরনের প্রাণীর সঙ্গে শুটিং করতে হয়েছে আমাদের।

প্র: আমি শুনেছিলাম শুটিং-এর পর তোমাদের হোটেলের বাইরে বেরনো মানা ছিল। এটা কি সত্যি?

আরিয়ান: "আমাদের আগে দেখে নিতে হত কোনও বন্য প্রাণী আছে কি না? তারপরেই হোটেল থেকে বেরোতাম। একবার আমাদের হোটেলের সামনে গন্ডার চলে এসেছিল।"

প্র: কোনও আঘাত লেগেছিল শুটিং-এর সময়?

আরিয়ান: না, শুটিং-এর সময় আমাদের কারুর কোনও আঘাত লাগেনি।

প্র: পাহাড়-মরুভূমি ও জঙ্গল কোনটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে?

আরিয়ান: তিনটে তিন রকমের অভিজ্ঞতা। তবে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল সুইজারল্যান্ডে শুটিং করার সময়।

প্র: বুম্বাদার সঙ্গে অনেক দিন কাজ করছ। অফ-ক্যামেরা কেমন সম্পর্ক তোমাদের?

আরিয়ান: বুম্বাদা সত্যিই বাবার মতো। সব বিষয়ে সাহায্য পাওয়া যায় বুম্বাদার কাছ থেকে।

প্র: 'চাঁদের পাহাড়’-এর  মতো সিনেমাতেও আফ্রিকার জঙ্গল দেখানো হয়েছিল। তাই এই ছবির মধ্যে আলাদা কী দেখতে পাবে দর্শক?

আরিয়ান: এই ছবিতে সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। কারণ আমারা ভিএফএক্স-এর ব্যবহার প্রায় করিনি। বেশিরভাগ ক্ষেত্রেই সত্যিকারের জীবজন্তু দেখা যাবে। যা দর্শকদের ভালো লাগবেই।

প্র: তুমি বলিউডে কাজ করছ। এরপর আর কী কী কাজ করছ?

আরিয়ান: হ্যাঁ, কিছু দিন আগেই শেষ হল 'ময়দান' ছবির কাজ। এছাড়াও আমি একটা ইন্ডিপেনডেন্ট ছবি করছি।

প্র: বুম্বাদা, সৃজিতের মতো তুমিও বলিউডে কাজ করছ? তাহলে কি টলিউড পিছিয়ে পড়বে?

আরিয়ান: ভারতীয় সিনেমা এখন শুধু একটি ভাষায় আটকে নেই। এখন সব ভাষার সিনেমাই মানুষ দেখতে পছন্দ করেন।

প্র: আবার কী ছোট পর্দায় কাজ করবে তুমি?

আরিয়ান: কথা চলছে, এখনও কিছু ঠিক হয়েনি।

প্র: 'কাকাবাবুর প্রত্যাবর্তন' নিয়ে দর্শকদের জন্য কী বলবে তুমি?

আরিয়ান: গত বছর ধরে মানুষের মধ্যে যে চিন্তা বাসা বেঁধেছে। এই সব চিন্তা থেকে কিছুক্ষণের জন্যেও মুক্তি পাবেন 'কাকাবাবু প্রত্যাবর্তন' দেখলে। তাই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি একবার দেখে আসুন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...