আরিয়াদহ প্রগতি সংঘ

“পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চদুষ্কৃতাম্।

ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।।“

সহজ ভাবে বলতে হলে "দুষ্টের দমন ও শিষ্টের পালন" যার একমাত্র দায়ভার বহন করে চলেছেন শ্ৰীকৃষ্ণ, যিনি এক হাতে পুরোন করেন সুধা, আর এক হাতে চূর্ণ করেন পাত্র - এই ভাবনাকে কেন্দ্র করেই নিজেদের মণ্ডপ সাজিয়ে তুলেছেন আরিয়াদহ প্রগতি সংঘ। পুজো কমিটির তরফ থেকে জিয়ো বাংলার সঞ্চালিকা রিয়ার সাথে আড্ডায় বসেছিলেন সুপ্রতিম মুখার্জী, অরিন্দম মান্না ও রূপম বেড়া। গল্পের ছলে উঠে এসেছে থিমের শিরোনাম "চিরন্তন আজও", যেখানে দেখা যাবে রুক্মিণী ও রাধার সাথে কৃষ্ণের প্রেমলীলা এবং সৌহার্দ্য স্থাপন  আবার বকাসুর ও কালিয়া নিধনের মাধ্যমে দুষ্টের দমন। বাঁশির সুরের সাথে ৭৯ তম বছরের এই পুজোকে আরো আকর্ষণীয় করে তুলেছেন রূপকার রুদ্রনীল দত্ত। মণ্ডপে চমক ছাড়াও নিরাপত্তা সম্পর্কেও পুজো কমিটি যথেষ্ট ওয়াকিবহল। অগ্নি নির্বাপক ব্যবস্থা, পানীয় জলের সুবিধার পাশাপাশি থাকবে শৌচালয় ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত সুব্যবস্থা। সামাজিক কাজেও পুজো কমিটি অত্যন্ত প্রগতিশীল; প্রতিবছর তারা রক্তদান শিবির, অঙ্কন প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করে থাকেন। দক্ষিনেশ্বর থেকে টোটো বা অটো করে বৃন্দবাসিনী মোড়ে এই পুজো মন্ডপ। চতুর্থীর দিন থেকেই দেখতে পাবেন আরিয়াদহ প্রগতি সংঘের পুজো।

এটা শেয়ার করতে পারো

...

Loading...