২০১৮ এর জিয়ো বাংলা শারদ সম্মান অনুষ্ঠানে উদঘাটিত হচ্ছে নানা মননশীলতা। কথায় কি থিম হচ্ছে? কোথায়ই সাবেকিয়ানার ছোঁয়া? পূজো কমিটির সদস্যদের নিয়ে চলছে জমিয়ে আড্ডা। জিয়ো বাংলার স্টুডিওতে তাদের পুজো নিয়ে আড্ডা দিতে এলেন অরবিন্দ সেতু সর্বজনিন। ৪১তম বর্ষ তাদের এবারের ভাবনা নারী কেন্দ্রিক। সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার যে বহন করেন তারাই ব্রাত্য হয় সমাজে। নারীর গর্ভে মরছে নারী, পুরুষ ভুলেছে তার মা এক নারী। তাদের ভাবনা ব্যক্ত হয়েছে এই কথার মাধ্যমে।
কবিতার ভাষায় বলা যায়
“তোমার দুর্গা শপিং মলে কফির ধোঁয়ায় ওড়ে
আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে।“
এমন ভাবনাএ এবার সজ্জিত হচ্ছে অরবিন্দ সেতু সার্বজনিন এর মন্ডপ। জিয়ো বাংলার স্টুডিওতে এসে সঞ্চালক মনীষার সঙ্গে পুজো নিয়ে নানা অজানা কথা ভাগ করে নিলেন পুজো কমিটি সদস্য সজল ভান্ডারি, নারায়ন দাস, শিল্পী রাজু সুত্রধর।ara