লক্ষ্মী হয়ে ফিরছেন অপরাজিতা আঢ্য। জি বাংলার পর্দায়।
বরাবরই জি বাংলা সমাজের বিভিন্ন মানুষের গল্প তুলে ধরেছে টেলিভিশনের পর্দায়। এবারও অক্ষুন্ন সেই ধারা। আসতে চলেছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। এই ধারাবাহিকে 'লক্ষ্মী কাকিমার' ভূমিকায় দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। সম্প্রতি এই ধারাবাহিকের প্রোমো রিলিজ করেছে। ধারাবাহিকের কেন্দ্রে 'লক্ষ্মী কাকিমা'। তিনি একটি দোকান চালান। নাম 'লক্ষ্মী ভান্ডার'।
কীভাবে একা হাতে সংসার ও নিজের দোকেনের দায়িত্ব সামলান 'লক্ষ্মী কাকিমা' সেই গল্পকেই দেখানো হয়েছে এই ধারাবাহিকে। ধারাবাহিকের অন্য অভিনেতারা হলেন দেবশঙ্কর হালদার, রত্না ঘোষাল, শার্লি মোদক, শৌভিক বন্দোপাধ্যায়, ভারত কল, রিমঝিম মৈত্র, আর.জে.শ্রী, অনন্যা সেনগুপ্ত। এই ধারাবাহিকের পরিচালকের ভূমিকায় রয়েছেন বিজয় মাঝি।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে প্রত্যেক সোম-শনি রাত সাড়ে আটটায় সম্প্রচারিত হবে 'লক্ষ্মী কাকিমা' সুপারস্টার।
ছবি সৌজন্য: জি বাংলা