কাশি হলেই ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়া কি ঠিক? সর্দি-কাশি-জ্বর থেকে সতর্ক থাকবেন কীভাবে? জ্বর অবস্থায় পেশাগত কারণে বাইরে যাতায়াত করলে কী কী সমস্য হতে পারে? পরামর্শ দিলেন ডাঃ প্রসেনজিৎ সরকার।
হাইলাইটসঃ
১। কাশি হলেই ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়া কি ঠিক?
২। সর্দি-কাশি-জ্বর থেকে সতর্ক থাকবেন কীভাবে?
৩। জ্বর অবস্থায় বাইরে যাতায়াত করলে কী কী সমস্য হতে পারে?
সর্দি-কাশি-জ্বর থেকে সতর্ক থাকবেন কীভাবে?
সর্দি-কাশি-জ্বর –কে মানুষ খুব সাধারণ সমস্যার পর্যায়ে ফেলে। কিন্তু জ্বর হলে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি।
১। যদি দুই দিনের বেশি সর্দি-কাশি-জ্বর থাকে, তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।
২। যদি খুব ঘন ঘন জ্বর হয়, তবেও এই বিষয়কে গুরুত্ব দিতে হবে।
৩। জ্বরের জন্য যদি কেউ অজ্ঞান হয়ে যায় বা খাবারে অরুচি হারিয়ে ফেলে, তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
কাশি হলেই ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়া কি ঠিক?
ডাক্তারের পরামর্শ ছাড়া ঘন ঘন কাশির ওষুধ খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক। Cough হল protective reflex, যার নেপথ্যে থাকে Obstructive airway disease। সেই কারণে এটি খুব ক্ষতিকারক। cough যদি suppressant হয়ে যায়, তখন রোগীর শ্বাসকষ্ট শুরু হবে। ফলে কাশির কারণ সম্পর্কে নিশ্চিত হয়ে, তবেই ওষুধ খেতে হবে।
জ্বর অবস্থায় পেশাগত কারণে বাইরে যাতায়াত করলে কী কী সমস্য হতে পারে?
জ্বর হলে ছোট বাচ্চাদের বাইরে যাওয়া উচিত নয়। কারণ জ্বর বা কাশি একজনের থেকে অন্যজনে সংক্রামিত হয়, সেক্ষেত্রে অন্যরা অসুস্থ হয়ে পড়বে। কিন্তু পেশাগত কারণে অনেক প্রাপ্তবয়স্ক মানুষদের বাইরে যাতায়াত করতে হয়। সেক্ষেত্রে তারা সাবধানতা অবলম্বন করুন।
সর্দি-কাশি হলে গরম জল খাওয়া কতটা ভালো?
সর্দি-কাশি হলে জল শরীরের হাইড্রেশন বাড়াতে সাহায্য করে।
১। লিকার চা খেতে পারেন
২। ডাবের জল খেতে পারেন