‘নাট্যজন’ প্রযোজিত নতুন নাটক ‘আমার শহর’। নাটকের নির্দেশক শুভজিৎ বিশ্বাস নাটকটি সম্পর্কে বললেন আমাদের প্রতিনিধিকে। তাঁর নির্দেশিত প্রথম নাটক এটি। অধিকার রক্ষার লড়াই-এ কলম কীভাবে হাতিয়ার হয়ে ওঠে, কীভাবে তরুণ প্রজন্ম নিজেদের প্রকাশ করে, সেটাই নাটকের মূল বিষয়বস্তু। এই নাটকের মূল কলাকুশীলবের সংখ্যা ২৪ জন। তাদের মধ্যে ১৭ থেকে ১৮ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে অনেকেই তাদের থিয়েটার জীবনের সূচনা করছেন এই নাটকের মধ্য দিয়ে। এমনই দুজন পিয়ালী দাস ও চঞ্চল সরকার। তাদের কথা, প্রথমবার মঞ্চে অভিনয়্ প্রথমবার দর্শকদের সামনে আসার ভয় ও টেনশন, ভাল লাগা সবই উঠে এল জিয়ো বাংলার ক্যামেরায়।