বয়সের ছাপ আটকাতে Aesthetic Treatment কীভাবে কাজ করে? এই ট্রিটমেন্টের ধাপগুলি কী কী? কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়? বিস্তারিত জানালেন এস্থেটিক অ্যান্ড রিকন্সট্রাক্টিভ সার্জন ডাঃ সব্যসাচী বসু (Dr Sabyasachi Basu, Aesthetic & Reconstructive Surgeon)
হাইলাইটসঃ
১। Aesthetic Treatment কীভাবে কাজ করে?
২। এই ট্রিটমেন্টের ধাপগুলি কী কী?
৩। কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়?
বয়সের ছাপ আটকাতে Aesthetic Treatment কীভাবে কাজ করে?
বয়সের প্রভাব সবচেয়ে বেশী দেখা যায় মুখের উপর। কিন্তু বয়স কমিয়ে ফেলা সম্ভব নয়। তবে Aesthetic Treatment -এর সাহায্যে মুখে বয়সের প্রভাব পড়া ধীরগতি করা সম্ভব।
এই ট্রিটমেন্টের ধাপগুলি কী কী?
বয়স বাড়ার সঙ্গে মুখের ধরণ বদল হতে থাকে। ডার্ক সার্কেল, চুল পড়া, ঠোঁট সরু হওয়া, ত্বকের ধরন বদলে যাওয়া ইত্যাদি নানান সমস্যা দেখা যায়। Aesthetic Treatment এই সমস্যাগুলির উপরে কাজ করে। বিভিন্ন ধাপের মাধ্যমে এই ট্রিটমেন্ট হয় –
১। ফেসিয়াল ফিলার (খুব তাড়াতাড়ি প্রভাব দেখা যায়, ২ বছর স্থায়ী হয়)
২। বোটক্স (দুই থেকে তিন দিনের মধ্যে প্রভাব দেখা যায়, ৬ মাস স্থায়ী হয়)
৩। স্কিন বুস্টার (১০ মাস স্থায়ী হয়)
৪। পি আর পি ইত্যাদি
সঠিক চিকিৎসক বেছে নেবেন কীভাবে?
১। ডাক্তারের শিক্ষাগত যোগত্যা দেখতে হবে
২। ডাক্তারের অভিজ্ঞতা
এই চিকিৎসার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়?
না, এই চিকিৎসার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু ভুল চিকিৎসা হলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।