আমি পুরোপুরি ফ্যামিলি ম্যানঃ গৌরব

উত্তমকুমার-তরুণকুমারের নাতি তিনি। কিন্তু টলিউডে কেরিয়ার গড়তে স্ট্রাগল করতে হয়েছে আর পাঁচজন ভাগ্যসন্ধানী নবাগতর মতোই। ইন্ডাস্ট্রিতে ১৫ বছর কাটিয়ে ফেলার পরেও প্রতিটা দিন আজও তাঁর কাছে ‘প্রথম দিন’। অভিনেতা হিসেবে সব ধরনের পর্দাতেই তৈরি করেছেন নিজস্ব দর্শক। ‘টলিকথা’র আড্ডায় রিল-রিয়েল লাইফের গল্প শোনালেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়

জিয়ো বাংলাঃ এই যে পুজোর একটা আমেজ গেল প্রচন্ড ব্যস্ততার মধ্যে, আমরা সব সময় তোমাকে দেখেছি সব রিচুয়ালে থাকতে, সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় তুমি শেয়ারও করো, নিজে কতটা কী ফ্যামিলিম্যান বলো

গৌরব: আমি পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড। মানে আমার প্রায়োরিটি যদি দেখতে হয় তাহলে সেটা একেবারেই ফ্যামিলি ফার্স্ট দেন কাম টু ওয়ার্ক। তো পুরোপুরি ফ্যামিলি ম্যান বলা যায়।

জিয়ো বাংলা: তোমাকে আমরা সিনেমা হোক, সিরিয়াল হোক সিরিজ হোক সবেতেই বিভিন্ন রকম চরিত্রে দেখেছি এবং অলরেডি দেখছি, তোমাকে যদি বলা হয় তোমার পছন্দ-এর লিস্ট অনুযায়ী সিরিয়ালি সাজাতে তুমি কোন মিডিয়ামটাকে ওয়ান টু থ্রি করে সাজাবে?

গৌরব: আমি সব কটা মাধ্যম একই রকম এনজয় করি এবং সবকটা মিডিয়ামের আলাদা আলাদা ফরম্যাট রয়েছে। তার মধ্যে সিনেমা আর ওটিটির ফরম্যাট অনেকটা এক। টেলিভিশনের একটু আলাদা। আমি তিনটেই এনজয় করি। ইনফ্যাক্ট টেলিভিশনই মেনলি করি। কারণ ওটা নিয়মিত করি, এবং এতো বছর ধরে করে আসছি। অলমোস্ট প্রতিদিন, রবিবারেও। অবশ্যই এটা আমার কাছে খুব পছন্দের। টেলিভিশন আমাকে অনেক কিছু দিয়েছে। তাও যদি বলতে হয় সিরিয়ালি তাহলে ছবি, ওটিটি আমি এক জায়গায় রাখবো তারপর টেলিভিশন। কারণ একটা পয়েন্টের পর টেলিভিশন বোরিং।

জিয়ো বাংলা: 'গাঁটছড়া'য় এই মুহূর্তে ঠিক কী কী চমক দেখতে পাবে দর্শকরা?

গৌরব: চমক খুব একটা পাবে বলে আমি জানিনা। তবে এই সিরিয়ালের একটা স্টেডি দর্শক রয়েছে যার জন্য এই সিরিয়াল বন্ধ করার কথা ভাবেনি। এবং এই সময় দাঁড়িয়ে ২ বছর কমপ্লিট করছে আমরা তার জন্য খুশি কিন্তু চমক সেভাবে নেই।

জিয়ো বাংলা: তুমি আমাদের স্বপ্নের নায়ক উত্তমকুমারের বংশধর- যখন প্রথম ইন্ডাস্ট্রিতে এলে তার প্রভাব কিছু পড়েছিল জীবনে ?

গৌরব: টু বি ভেরি অনেস্ট আমি জানিনা। অফকোর্স আমার নিজেরও উনি স্বপ্নের নায়ক এবং দাদু বলে কখনই ভাবিনি কারণ ওঁকে আমি দেখিনি। ওঁর মৃত্যুর পর আমার জন্ম। আপনার কাছে যেরকম সেরকম। গুড ব্যাড এফেক্ট জানিনা তবে একটা তুলনা তো আসতই যখন আমি প্রথম ইন্ডাস্ট্রিতে আসি, সেটাও খুব কো ইন্সিডেন্টালি হয়েছিল। আমি খুব প্ল্যান করে আসিনি। আমি ক্লাস টুয়েলভে পড়ি এবং বোর্ডের পরীক্ষা দিয়েই আমি ছবির কাজ করি। গুড ব্যাড এফেক্ট আমি ফিল করি না কারণ আমি কোনও কাজ করি যে কোনও কাজ, সে অভিনয় হোক বা বাড়িতে কেউ না থাকলে ঘর পরিষ্কার করার কাজ হোক আমি সবই খুব মন দিয়ে করি। আমি যেহেতু সব সময় চরিত্রটাকে বেশি বিশ্বাস করি এবং সেটাতেই এতটা মন দিয়ে ফেলি যে বাইরের কোনও কথা আমার কিছুই কানে ঢোকে না। And Thanx To Television, যে আমি এতগুলো চরিত্র এতগুলো বছর ধরে করেছি আমার বেশিরভাগ টেলিভিশনের কাজ লঙ রানিং হয়েছে যার জন্য মানুষ আমাকে কাজের জন্য আমার চরিত্রর নামে আমায় বেশি চেনে। ইনিশিয়ালী সবাই যেটা বলতেন যে ওঁর নাতি ওভার টাইম আমাকে চরিত্রের নামেই বেশি মানুষ পছন্দ করে।

জিয়ো বাংলা: তুমি এক্ষুনি বললে যে কোনও কাজ মানেই ঘরের কাজও- কতটা সংসারী তুমি? নিজের দায়িত্ব কতটা থাকে?

গৌরব: পুরোপুরি। আমি যেহেতু বোর্ডিং স্কুলে পড়েছি, কাজ থাকে এখন কম বাড়িতে we have help. কিন্তু আমি সবই করতে পারি। বাসন মাজা থেকে কাপড় কাচা, রান্না, সবই।

জিয়ো বাংলা: তোমায় সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। ভীষণ ফিটনেস ফ্রিক এদিকে দেবলীনাদি নিজেই বলেছে খুব ভাল রান্না করতে পারে তুমি কীভাবে কন্ট্রোল করো?

গৌরব: ও হ্যাঁ। কন্ট্রোল করি মানে থ্যাঙ্কফুলি আমার রোজই কাজ থাকে এবং ওর ব্যস্ততার জন্য রেগুলার রান্না ও করতে পারে না। কিন্তু আমি খুব খাওয়া দাওয়া নিয়ে সচেতন। খেতে ইচ্ছে করলেও আমি নিজেকে খুব ইনডালজ করি না খুব হেভি কিছু খাওয়াতে। খুব সিম্পল খাবার পছন্দ করি।

জিয়ো বাংলা: তার মানে বেশ ভালই কন্ট্রোল করতে হয়।

গৌরব: না, আসলে বোরিং লাইফটা আমি খুব এনজয় করি। যেমন বছরের পর বছর আমি এক ডিনার খাই, এক ব্রেকফাস্ট খাই, এক লাঞ্চ খাই কিন্তু থ্যাংকফুলি আমি এনজয় করি ওটা। তাই অসুবিধা হয় না।

জিয়ো বাংলা: তোমায় বিভিন্ন ভূমিকায়, বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। যদি তোমাকে তোমার চরিত্র কখনও লিখতে বলা হয় নিজেকে কীভাবে দেখবে?

গৌরব:আমার তো মনে হয় আমি খুবই একটা ভাল মানুষ। মাঝে মাঝে ভুল কাজ করি, তখন নিজেকে প্রশ্ন করি যে 'আমি এটা করলাম? সত্যি আমি একটা করতে পারলাম?'। কিন্তু we all are humans, আমরা ওই ভাবেই তৈরী। আমাদের ভাবতে হবে যে আমরা বেশিরভাগটা কোনটা। আমার মনে হয় বেশিরভাগটা আমি ভাল। ৭০ শতাংশ ভাল, ৩০ শতাংশ খারাপ। ৩০ শতাংশ নিজেকে শুধরাবার চেষ্টা করি। কখনও হয় কখনও হয় না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...