রেশমের মতো নরম, লম্বা ঘন এক ঢাল চুল- যে কোনও নারীর স্বপ্ন। নারীর সৌন্দর্য বাড়িয়ে তোলে লম্বা চুল। কিন্তু লম্বা চুলের প্রধান শর্ত যত্ন আর পরিচর্যা। নাহলে চুলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। কীভাবে লম্বা চুলের পরিচর্যা করতে হবে সেই টিপস দিলেন অভিনেত্রী দেবাদ্যুতি দেবনাথ।
অভিনেত্রী দেবাদ্যুতি দেবনাথ (Debadyuti Debnath) তাঁর ঘন লম্বা চুলের জন্য কৃতিত্ব দিয়েছেন মা ও ঠাম্মাকে। কিন্তু এখন শ্যুটিংয়ের সময় হেয়ার ড্রেসাররা চুলে অনেক ধরনের জিনিস পত্র ব্যবহার করেন যার ফলে এই লম্বা চুল মেইনটেইন করা সত্যিই খুব সমস্যা হয় যায়। তাই চুলের যত্ন নেওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয় তাঁকে। যেমন- পনেরো দিন অন্তর হেয়ার স্পা করেন তিনি। এই জন্যই আমলা, রিঠা, সিকাকাই গরম জলে সেদ্ধ করে এগুলো দিয়ে শ্যাম্পু করতে হবে। লম্বা চুল রাখলে শুধু মাঝে মাঝে ট্রিম করতে হবে।
লম্বা চুলে প্রায়ই জট আর খুশকির সমস্যা দেখা দেয়। তাই চুল প্রতিদিন ভাল করে ধোয়া খুব জরুরি। এছাড়াও চুলের ভালোর জন্য সব সময় ঘরোয়া টোটকাই ব্যবহার করতে হবে। তাহলে ক্ষতির সম্ভাবনা কম হয়। বড় চুলে সব ধরনের স্টাইলও করা যায়। যা আবার ছোট চুলে করা যায় না।