ভাল উপস্থাপক হয়ে উঠতে কোন কোন গুণ থাকা জরুরি?

শুধু টানা কথা বলতে পারাই নয়, উপস্থাপক হতে গেলে চাই আরও অনেক গুণ। ভাল উপস্থাপক হয়ে উঠতে কোন কোন গুণ থাকা জরুরি? ভয়েস মডিউলেশন কীভাবে প্র্যাকটিস করা উচিত? লুকস আর গ্ৰুমিং কেন দরকার? পরামর্শ দিলেন অভিনেত্রী চয়নিকা দেবনাথ।

অভিনেত্রী চয়নিকা জানিয়েছেন যে শুধুমাত্র কথা বলতে পারলেই অ্যাঙ্কর, টিভি হোস্ট, এসব হওয়া যাবে এটা একদমই নয়। নিজের গ্রূমিংয়ের একটা ব্যাপার আছে, প্র্যাক্টিসের একটা ব্যাপার আছে। তাঁর মতে, স্টেজে উঠলে সেটা আমার জায়গা, রাজত্ব। সেখানে কোনও ভুল না হয়। তাই সেখানে নিজেকে শারীরিকভাবে,মানসিকভাবে আর মৌখিকভাবে থাকতে হবে।

তার জন্য দরকার পরে প্রচুর বই পড়া। সবথেকে বেশি দরকারি হল প্রথমে নিজেকে ভালোকরে প্রস্তুত করা আর মনের উপস্থিতি। এছাড়া জ্ঞান থাকতে হবে।

ভয়েস মডিউলেশনের জন্য বাড়িতে কিংবা বাইরে কোনও প্রাকটিস দরকার? এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন যে অনেক কোর্স করা হচ্ছে এখন। কিন্তু বাড়িতেও করা সম্ভব। পরিষ্কার স্পষ্ট উচ্চারণ করে খবরের কাগজ বা বই পড়তে হবে। এছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা। তাতে মুখ, হাতের ভঙ্গি দেখে বুঝে শিখতে হবে।

কখনো পুরো স্ক্রিপ্ট তৈরী করে গেলে হবে না। চোখ নামলে চলবে না। অডিয়েন্সের চোখে চোখে মিলিয়ে কথা বলতে হবে। এতেই ভয় ধীরে ধীরে কাটবে।

প্রতিটি ইভেন্টের আলাদা লুক দরকার পড়ে। তার জন্য কি গ্রূমিং প্রয়োজন? তিনি জানিয়েছেন যে যাই পড়োনা কেন নিজে 'কনফিডেন্ট' থাকলে সব ঠিক আছে। নিজেকে ভাবতে হবে যে 'যাই পড়িনা কেন আমায় ভালো লাগছে'।

সবসময় প্র্যাক্টিস করে যেতে হবে। সময় পেলেই করলে নিজের জন্যে ভালো হবে। একটু চর্চায় থাকা খুবই দরকার।

অভিনেত্রী চয়নিকা দেবনাথ সকলকে জানিয়েছেন যে যদি এটা করার ইচ্ছে থাকে তাহলে আজ থেকেই শুরু করতে হবে আর যত একে অপরের সাথে চৰ্চায় থাকতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...