'আও গুফতাগু করেঁ'

মহিলারা নিজের ইচ্ছের বলিদান দিয়ে পরিবারের ইচ্ছার দাম দেন। ভারতীয় সমাজে এই যেন প্রথা। মেয়েদের নিজেদের কোনও ইচ্ছে নেই। ইচ্ছে থাকলেও তার দাম নেই। তাদের জীবনে পরিবারই শেষ কথা। সেই পরিবার কখনও পিতার। কখনও স্বামীর। আজও এই ছবি বদলায়নি। কিন্তু কেউ কেউ চায় নিজের ইচ্ছেডানায় আকাশ ছুঁতে। স্বপ্নের উড়ানকে মুক্তির স্বাদ দিতে বাজি ধরে জীবনের। পথ হয়ত কঠিন হয় কিন্তু লক্ষ্যে পৌঁছাবার সফর সব ভুলিয়ে দেয়।

হারিয়ে যাওয়া সেই সব কণ্ঠের কথা শুনতে 'আও গুফতাগু করেঁ' নামক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ডাঃ সামিনা খান ও তানবীর খান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব পেশার সঙ্গে যুক্ত মহিলারা। মার্চ মাস নারী দিবসের মাস। তাঁদের কথা শুনতে, তাঁদের কথা বলতেই সেই এই অনুষ্ঠান।

 

Aao1

অতীতেও অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। এবছর সিজন ছয়। ১৫ মার্চ কাঁকুড়গাছির 'পবনপুত্র' হোটেলে আয়োজিত হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলেই সাদা-কালো পোশাকে ছিলেন। সঞ্চালকের দায়িত্ব সামলেছেন নিশা সালুজা।

হোমমেকার থেকে চাকুরীজীবী সব ধরনের মহিলারাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...