কী ভাবে বেছে নেবেন সঠিক আইশ্যাডো? আইশ্যাডো ব্যবহারের আগে প্রিপারেশন করবেন কী ভাবে? আইশ্যাডো দীর্ঘস্থায়ী করার উপায় কী? আইশ্যাডো ব্যবহারের টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তনুশ্রী সাউ (Tanusree Shaw, Professional Makeup Artist)
হাইলাইটস:
১| আই মেকআপ প্রিপারেশন
২| কেমন হবে আইশ্যাডো প্যালেট
৩| কীভাবে দীর্ঘস্থায়ী হবে আই মেকআপ
হালকা সাজ বা পার্টি মেকআপ দুই ক্ষেত্রেই আইশ্যাডো সাজের গুরুত্বপূর্ণ অঙ্গ। আইশ্যাডোর ব্যালেন্সের উপরই নির্ভর করে মেকআপের সম্পূর্ণ ভারসাম্য। ফেস মেকআপের ক্ষেত্রে স্কিন প্রিপারেশনের উপর মেকআপের স্থায়ীত্ব নির্ভর করে আই মেকআপের ক্ষেত্রেও তাই।
অনেকেরই আইলিড অয়েলি হয়। তার ফলে আইশ্যাডো লং লাস্টিং হয় না। এই সমস্যা এড়াতে আইলিডে আই প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। তার উপর আই মেকআপ করলে ফ্লোলেস মেকআপ লুক পাওয়া যায়। ফেস প্রাইমারের থেকে এই প্রাইমার আলাদা।
প্রাইমারের পর ফুল কভারেজ কনসিলার লাগান। এটি অবশ্যই ম্যাট হতে হবে। লিক্যুইড কনসিলার অয়েলি হলে প্রাইমার কাজ দেবে না।
কনসিলার ব্লেন্ড করার পর আই মেকআপ শুরু হবে স্টেপ বাই স্টেপ। আই মেকআপের ক্ষেত্রে বড় আর ছোট আই ব্লেন্ডিং ফ্লপি ব্রাশ ব্যবহার করতে পারেন।
সব কালারের আইশ্যাডো কি সবাই ব্যবহার করতে পারে?
আউটফিটের কালারের সঙ্গে মিলিয়ে আই শ্যাডোর কালার- এই ধারণা এখন আউট অফ ট্রেন্ড। সব ক্লিন টোনে সব শ্যাডো যায় না। মেকআপ লাউড না লাইট তার উপর নির্ভর করেই বেছে নিতে হয় আই শ্যাডোর কালার। ডে মেকআপ হলে ন্যাচারাল শেড আর নাইট মেকআপ হলে সিমার, স্মোকি আই চলতে পারে। আই শেপ অনুযায়ী আই মেকআপ করতে হবে। হুডেড আই হলে স্মোকি আই ভাল লাগবে। আই শেপ বড় হলে যে কোনও আই মেকআপ ট্রাই করা যায়।
টিপস -
১| আইলিডে আই প্রাইমার অ্যাপ্লাই করতে হবে
২| ফুল কভারেজ ম্যাট কনসিলারে লং লাস্টিং হবে মেকআপ
৩| ছোট-বড় আই ব্লেন্ডিং ফ্লপি ব্রাশ থাকুক কিটে
৪| ডে মেকআপ হলে ন্যাচারাল শেড
৫| নাইট মেকআপে সিমার, গ্লিটার স্মোকি আই