৯০ তম জন্মদিন-এ কিশোর কুমার

গান বা অভিনয়ে ছিল না কোনও প্রথাগত তালিম। অথচ গেয়েছেন – ‘কুছ তো লোগ কহেঙ্গে’, ‘মেরে মেহেবুব ক্য়ামত হোগি’, ‘পল পল দিল কে পাস’, ‘এক চতুর নার’, ‘আনে ওয়ালা পল জানে ওয়ালা হ্যা’, ‘এক পলকে একটু দেখা’ -আরও কত কালজয়ী গান। মনে রেখে দেওয়ার মত অভিনয় করেছেন- ‘লুকোচুরি’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘পড়োসন’, ‘ভাগম-ভাগ’-এর মতো ছবিতে। শুধু গান বা অভিনয় নয়, তিনি ছিলেন অল রাউন্ডার। তাঁর অনুপ্রেরণা ছিলেন ‘দাদামনি’ অশোক কুমার, ত্রিশ ও চল্লিশের দশকের ভারতীয় কিংবদন্তি শিল্পী কুন্দনলাল সায়গল, অস্ট্রেলিয়ান কান্ট্রি মিউজিকের পুরোধা টেক্স মরটন ও আমেরিকান শিল্পী জিমি রজারস।

আভাষ কুমার গাঙ্গুলি। তেমনভাবে কেউই চেনেন না এই নাম। অবশ্য না চেনারই কথা। কারণ যতদিনে তিনি পরিচিতি পেতে শুরু করেছিলেন ততদিনে তাঁর নামের ‘আভাষ’ আর ‘গাঙ্গুলি’ হয়েছে ছাঁটা। পড়েছিল শুধুমাত্র ‘কুমার’। সাথে যোগ হল ‘কিশোর’। হ্যাঁ, আট থেকে আশি, এ প্রজন্ম থেকে ও প্রজন্ম সবার কাছেই তিনি ‘ওয়ান অ্যান্ড ওনলি’- ‘কিশোর কুমার’। ৪ আগস্ট তাঁর ৯০ তম জন্মবার্ষিকীতে জিয়ো বাংলার তরফে রইল এই বিনম্র নিবেদন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...