সফল মডেল হয়ে ওঠার বেস্ট ফাইভ স্কিল কী? মডেল হওয়ার প্রথম পদক্ষেপটি কী? নিয়মিত মেধার চর্চা মডেলিং-এর ক্ষেত্রে কতটা জরুরি? র্যাম্পে সাবলীল হবেন কীভাবে? স্কিল টিপস দিলেন সুপার মডেল, গ্রুমিং এক্সপার্ট সপ্তমী বন্দ্যোপাধ্যায় (Saptami Banerjee, Supermodel, Grooming Expert, Miss Bengal)
সপ্তমী বন্দ্যোপাধ্যায়ের কথায়, মডেল হতে গেলে প্রথমেই নিজের শরীর চিনতে হবে ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সুগঠিত শরীর তৈরি করতে হবে। রোগা হলেই হবে না, ওয়েল টোনড বডি চাই। তার সঙ্গে attitude, body language ভীষণভাবে Body flexibility আর দিকে নজর দিতে হবে। আর তার সঙ্গে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। প্রত্যাখ্যান আসবেই-তাকে সহজভাবে মেনে নিতে শিখতে হবে
Body language-এর সঙ্গে সঙ্গে inhibition less হতে শিখতে হবে। ক্যামেরার সামনের নিজেকে তুলে ধরা শিখতে হবে। পেশা এবং প্যাশনের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পন করতে হবে। সঙ্গে Dedication, punctuality তো আছেই। ক্রমাগত অভ্যাস চালিয়ে যেতে হবে।
একটা জিনিস মনে রাখতে হবে মডেল হতে গেলে নিজেকে শূন্য করে আসতে হবে। সব ইগো ত্যাগ করে 'আমি শিখব'- এই মনোভাব রাখতে হবে। সঠিক ক্যাটওয়াকের প্রশিক্ষণ নিতে হবে। অনুশীলনের মাধ্যমে রপ্ত করতে হবে। সঙ্গে অভিব্যক্তি। কোন পোশাকের সঙ্গে কোন এক্সপ্রেশন যাবে এই বোধ অতি গুরুত্বপূর্ণ।
এছাড়া ত্বক, চুল পরিচর্যা, নিজেকে সুন্দর রাখা শিখতে হবে। তথাকথিত সৌন্দর্যের ধারণা এখন বদলে গেছে, মডেল হতে গেলে ফিচারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ অপেরেন্স।
মডেলিং করতে গেলে মেধার চর্চা করতেই হবে। নিয়মিত পড়াশোনা, চারপাশ সম্পর্কে সচেতন থাকা, গান, বই, সিনেমায় নিজেকে ধারালো ও সমৃদ্ধ করে তুলতে হবে। সেই ব্যক্তিত্ব ধরা পড়ে ৱ্যাম্পে। পোশাক কত ভাল ভাবে ক্যারি করছে, কীভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেখানেই লুকিয়ে মডেলের সাফল্য।