শীতকালে চুলের যত্নে সবচেয়ে সহজ আর উপকারী ঘরোয়া টোটকা কী কী?

গরম জলে অনেক সময় হেয়ারওয়াশ করেন অনেকে, সেটা কি ঠিক? শীতকালে চুলের যত্নে সবচেয়ে সহজ আর উপকারী ঘরোয়া টোটকা কী কী? শুষ্ক মরসুমে চুলে নিয়মিত তেল দেওয়া কেন দরকার? হেয়ার কেয়ার টিপস দিলেন অভিনেত্রী কস্তুরী ঘোষ হালদার(Kasturi Ghosh Halder, Actress)

কস্তুরী ঘোষ হালদার জানিয়েছেন, শীতকালে যেমন ত্বক শুষ্ক হয়ে যায় তেমন চুলও রুক্ষ হয়ে পড়ে।  যাদের চুলে স্প্রে, হিট বেশি ব্যবহার হয় তাদের হেয়ার কেয়ার বেশি জরুরি হয়ে পড়ে। অয়েলিং, হট অয়েল ট্রিটমেন্ট, প্যাক ব্যবহার করা উচিত চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্য।

শীতে চুল ধোয়ার সময় গরমজল ব্যবহার করা উচিত নয়। শুধু শীত বলে নয়, চুল সব সময় স্বাভাবিক তাপমাত্রার জলে ধোয়া উচিত। শুষ্ক মরসুমে রুক্ষ নিস্তেজ চুলের যত্ন নেওয়ার জন্য একাধিক ঘরোয়া উপায় আছে। পাকা কলা, মধু, দই এক সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগানো যেতে পারে। খুশকি থেকেও বাঁচায় এই প্যাক, চুল নরম হয় তাতে।

চুলের যত্নে বাজার চলতি পণ্যের পরিবর্তে ঘরোয়া টোটকা বেশি উপকারী। চুল ভাল রাখতে প্রচুর জল খেতে হবে। চুল পড়া কমাতে হেয়ার সিরাম ব্যবহার করতে হবে প্রতিদিন। সপ্তাহে ২-৩ দিন অয়েল ম্যাসাজ করতে হবে। চুল অনুযায়ী কার কেমন প্রোডাক্ট লাগবে সেটা বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই কেনা উচিত। চুলের সমস্যা হলে অনেক সময় তা ত্বকেও প্রভাব ফেলে। শরীর ভিতর থেকে যত ভাল থাকবে তত সুস্থ থাকবে ত্বক। জল আর ডায়েট অনেকটা নির্ভর করে ত্বক আর চুল ভাল থাকার জন্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...