জেনে নিন প্লাস সাইজ ফ্যাশনের ফাইভ ট্রিকস আর টিপস

প্লাস সাইজ ফ্যাশনের ফাইভ ট্রিকস কী? এথেনিক আর ওয়েস্টার্ন দুই পোশাকে কীভাবে হয়ে উঠবেন স্টাইলিশ? প্লাস সাইজ ফ্যাশন টিপস দিলেন মডেল অভিনেত্রী অর্পিতা পাল (Arpita Paul, Model, Actress

আইটি কোম্পানিতে চাকরি করতেন। ৮৬ কেজি ওজন। খেতে ভালোবাসেন, কিন্তু ফ্যাশন দুনিয়ার প্রতি তীব্র আকর্ষণ। মনের বাধা কাটিয়ে অর্পিতা পাল আজ প্রতিষ্ঠিত মডেল। প্লাস সাইজ মডেলের পোশাক কেমন হওয়া উচিত, সে প্রসঙ্গে জানিয়েছেন প্লাস সাইজ অনেক রকমের হয়। কী ধরনের ড্রেস পরে স্বছন্দ এবং আত্মবিশ্বাসী সেটাই প্রথম আর প্রধান ব্যাপার। যাই পরুন না কেন কীভাবে ক্যারি করছেন সে বিষয়ে সচেতন থাকতে হবে। সেটা আসে আত্মবিশ্বাস থেকে। অর্পিতার বার্তা আপনি ঠিক যেমন ঠিক সেভাবেই ভালোবাসুন নিজেকে।

শরীর আপনার। নিজের ইচ্ছেমতো সাজুন। বডি শেপারের প্রয়োজন কি আছে? অর্পিতা জানিয়েছেন, বডি শেপার পরলে যদি পুরো ড্রেস সুন্দর লাগে তাহলে পরা যেতেই পারে। আগে ধারণা ছিল ব্যাগি পরলে মোটা লাগে। বডি হাকিং পরলে স্লিম লাগে এখন সেই ধারণা বদলেছে। তবে সময়ের সঙ্গে এই ধারণা বদলেছে। আসলে এক একটা স্টাইল এক এক রকম। কোথায় যাচ্ছে কেন যাচ্ছি তার ওপর পোশাক নির্ভর করে। নিজেকে ইতিবাচক করে তোলা সবচেয়ে আগে দরকার।  মন ঠিক থাকলে রুটিন ঠিক থাকবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...