উৎসব মুখর বাঙালির হাতে গোনা এই কয়েকটা দিনে মন ভরে না। তাই প্রস্তুতি শুরু হয়ে যায় বহু আগে থেকেই। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮-র অনুষ্ঠানে স্টুডিওতে বেশকিছুদিন ধরেই চলছে জমিয়ে আড্ডা। বিভিন্ন পুজো কমিটির সদস্যরা এসে ভাগ করে নিচ্ছেন তাদের পুজো প্রস্তুতির কথা। এবার জানে নেওয়ার পালা ৪৭ পল্লী যুবক বৃন্দ-এর পুজো নিয়ে অজানা কিছু তথ্য। সঞ্চালক অরনীর সাথে পুজো নিয়ে অনেক অজানা কথা ভাগ করে নিলেন, শিল্পী দেবব্রত চন্দ্র, পূজা কমিটির নির্মাতা সম্পাদক পুষ্পক মুখার্জী ও আবাস বড়ুয়া। ৫৮তম বর্ষে তাঁদের থিম হলো “নারী শক্তি নারী ভক্তি নারীই দেবে মোদের মুক্তি”। বর্তমানে নারীরে যে ভাবে অবহেলিত হচ্ছে তার বিরুদ্ধে বার্তা পোষন করতেই সেজে উঠেছে তাদের পূজা মন্ডপ।এবার দেখা যাক দর্শকদের কতটা ভালো লাগে এই পূজা কমিটির থিম|