অনুষ্ঠিত হল ১৮তম ‘তুমি অনন্যা ২০২৩’ সম্মান

সম্প্রতি পার্ক হোটেলে অনুষ্ঠিত হল ১৮তম ‘তুমি অনন্যা ২০২৩’ সম্মান। আয়োজনে বিয়ন্ড ড্রিমস। সহযোগিতায় লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট 322B2।  শিক্ষা থেকে চলচ্চিত্র, বিভিন্ন ক্ষেত্রের সেরা নারীদের হাতে তুলে দেওয়া হয়  অনন্যা সম্মান। অনুষ্ঠানের গর্বিত ডিজিটাল পার্টনার জিয়ো বাংলা।

বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান সমাজসেবামূলক কাজের জন্য। তিনি বলেন, ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়া মানে এই নয় যে আমি কাজ করা থামিয়ে দেব। যত দিন বেঁচে থাকব, সক্ষম থাকব ততদিন কাজ করব। সোশ্যাল ওয়ার্ক করব বলে কখনও কাজ করতে আসিনি, হয়ে গিয়েছে।’

মমতাশঙ্কর ভারতীয় নৃত্যকলায় সারাজীবনের অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘ আমার  ব সময় মনে হয় এটা আমার পুরস্কার নয়, আমাকে যিনি কাজ করাচ্ছেন এ পুরস্কার তাঁর...’ 

ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য সম্মানিত হন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি বলেন বাড়ি, পরিবার, চারপাশের মানুষের স্বীকৃতিও কাজে এগিয়ে দেয়। সেগুলোও অনুপ্রেরণা। ইশা সাহা এই প্রজন্মের সেরা উদীয়মান অভিনেত্রী হিসেবে সম্মানিত হন।

নুসরত জাহান পুরস্কৃত হন বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য। লগ্নজিতা মুখোপাধ্যায় সঙ্গীতক্ষেত্রে অবদানের জন্য।

স্বস্তিকা মুখোপাধ্যায় এবং নুসরত জাহান দুই অভিনেত্রীর কথাতেই উঠে আসে ‘হোম মেকার’ গৃহবধূ মহিলাদের কথা যাঁরা প্রিয়জনদের ভাল রাখতে ঘরে বাইরে পরিশ্রম করে চলেন কিন্তু থেকে যান আড়ালেই। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ফুডকা’ ইন্দ্রজিৎ লাহিড়ি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...