রঙরূপ নাট্যদল প্রযোজিত সীমা মুখ্যোপাধ্যায় নির্দেশিত নাটক 'জলছবি'র দশ বছরের পথ চলা। নির্দেশকের কথায় এই নাটকটি রচিত হয়েছে সব থেকে কাছের ও প্রাণের সম্পর্ক মা ও মেয়ের সম্পর্ক নিয়ে। মানুষের সম্পর্কের নানা জটিল সম্পর্ক তুলে ধরা হয়েছে। তিনি আরো বলেন, এই নাটকটি যখন করবো বলে ঠিক করি তখন মায়ের চরিত্রে অভিনয়ের জন্য যার মুখ সবথেকে প্রথমে মনে পড়েছিল তিনি হলেন চিত্রা সেন। আর এই নাটকের নাট্যকার তীর্থঙ্কর চন্দ্রের একটি দাবি ছিল মেয়ের চরিত্রে আমাকে অভিনয় করতে হবে। তার জন্য প্রতিনিয়ত প্রতিটি শো তে আমরা দুজনেই দুজনকে নতুনভাবে আবিষ্কার করে চলেছি। আরো অনেক কথা ধরা পড়লো জিয়ো বাংলার পর্দায়।
Facebook: https://www.facebook.com/JiyoBangla/
Twitter: https://twitter.com/JiyoBangla
Instagram: https://www.instagram.com/jiyobangla/