Zika virus: মহারাষ্ট্রে জিকা ভাইরাসে আক্রান্ত বেড়ে দাঁড়ালো ১১

জিকা ভাইরাসের প্রকোপ বেড়ে চলেছে পুনেতে। মহারাষ্ট্রে মোট ১১ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। জানা গেছে, গত  ৪৮ ঘন্টায় অন্তত ৫ জন সংক্রামিত হয়েছে। তার মধ্যে তিনজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক সব রাজ্যকে দ্রুত সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে।

কী এই জিকা ভাইরাস?

এটি হল একটি মশাবাহিত রোগ। এডিস ভাইরাস থেকে এই রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ এই রোগের মোকাবিলা সহজে করতে পারলেও, এই রোগ সবথেকে বেশি ক্ষতি ঘটায় অন্তঃসত্ত্বা মহিলার দেহে। যদি অন্তঃসত্ত্বা মহিলার শরীরে এই রোগ প্রবেশ করে, তাহলে তা আসন্ন সন্তানের ক্ষেত্রে ক্ষতিকর। প্রসবকালে মা এই রোগে আক্রান্ত হলে তা ছোট বাচ্চার মস্তিষ্কের বিকাশ ঘটায় না। ফলে শিশু পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে। এছাড়াও গর্ভপাতের আশঙ্কা ও সময়ের আগে প্রসব হতে পারে।

দেশ জুড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়লে প্রবল ক্ষতি ও প্রাণহানির আশঙ্কার কারণ হবে। মহারাষ্ট্র ছাড়াও কর্ণাটকের শিবামোগা জেলাতে এই রোগে সংক্রামিত হওয়া ২ জন রুগীর খবর মিলেছে। এছাড়াও এই রোগের ফলে একজন সত্তরোর্ধ্ব মারা গিয়েছেন শনিবার।

তাই সতর্কতা জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। বাংলাতেও এসেছে জি়কা-সংক্রান্ত সেই গাইডলাইন। সেখানে গর্ভবতী মহিলাদের দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, এলাকায় যাতে মশাদের উৎপাত না বাড়ে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...