হিমাচলের সোনা জয়

বৃহস্পতিবার ভোপালে আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মহিলাদের এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলেন জিনা খিট্টা। কোয়ালিফাইং রাউন্ডে চতুর্থ স্থানে শেষ করা জিনা যে মূল পর্বে এইভাবে ফিরে আসবে, তা অপ্রত্যাশিত ছিল। যেখানে মেহুলি ঘোষ, ইল্যাভনিল ভ্যালারিভন, আঞ্জুম মৌদগিল, অপূর্বী চান্দেলা-র মত ভারত খ্যাত শুটারদের হারিয়ে জিনা চ্যাম্পিয়ন হয়ে যাবে তা হয়ত ভাবতে পারেননি অনেকেই। 

কোয়ালিফাইং রাউন্ডে ৬২৭.৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন অপূর্বী চান্দেলা, ৬২৭.২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন মেহুলি ঘোষ, আর ৬২৭.১ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে শেষ করে মূল পর্বে প্রবেশ করলে আট জন প্রতিযোগীদের ফাইনালে পৌঁছে ছন্দ ফিরে পান তিনি।  

২৫২.২ পয়েন্ট পেয়ে প্রথমস্থানে শেষ করেন ১৯ বছরের জিনা। ২৫০.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন মেহুলি ঘোষ। ২২৭.৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেন অপূর্বী চান্দেলা।আন্তর্জাতিক শুটিং ইভেন্টে ভারতের সাফল্য নতুন নয়। দিল্লী ও মিউনিকে আয়োজিত শুটিং বিশ্বকাপে স্বর্ণ পদক জেতেন চান্দেলা। রিও শুটিং বিশ্বকাপেও ভারতকে স্বর্ণপদক উপহার দেন ভ্যালারিভান। এছাড়াও অস্ট্রেলিয়ার জুনিয়র বিশ্ব কাপে সোনা জেতেন জিনা খিট্টা।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...