আবারও বাংলা ধারাবাহিকে দিতিপ্রিয়া রায়। এবার জি বাংলার নতুন ধারাবাহিক ‘তোমায় ভালবেসে’তে নায়িকা চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই ধারাবাহিকের ট্রেলার। সিরিয়ালটির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ। এই খবরে উৎসাহিত দিতিপ্রিয়ার অনুরাগীরা।
হাইলাইটসঃ
১। বাংলা ধারাবাহিকে ফিরছেন দিতিপ্রিয়া রায়
২। জি বাংলার নতুন সিরিয়ালে নায়িকা চরিত্রে দিতিপ্রিয়া
৩। সিরিয়ালের নাম ‘তোমায় ভালবেসে’
নতুন ধারাবাহিকের ট্রেলারে দিতিপ্রিয়াকে এক আধুনিক গ্রাম্য মেয়ের চরিত্রে দেখা গেছে, যে মাটিতে পা রেখে হাওয়ার বেগে এগিয়ে চলতে চায়। অভিনেত্রী এই সিরিয়ালে এই প্রজন্মের প্রতিনিধি। তাঁর ভালোবাসার প্রতি রয়েছে অগাধ বিশ্বাস। সে বিশ্বাস করে, নিজেকে ভালবাসলে তবেই অন্যকে ভালবাসা যায়।
ইতিপূর্বে জি বাংলার পর্দায় ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে ‘রাণীমা’ চরিত্রে সাড়া ফেলে দিয়েছিলেন দিতিপ্রিয়া। দীর্ঘদিন ধরে চলা এই সিরিয়াল দর্শকদের অনেক ভালোবাসা কুড়িয়েছিল। তারপর অবশ্য দিতিপ্রিয়া সিনেমা ও ওটিটি জগতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তবে আবারও ছোট পর্দার ভক্তরা জি বাংলার পর্দায় দেখতে পাবে তাঁকে।
কিন্তু নতুন সিরিয়ালের ট্রেলারে নায়িকার মুখ দেখা গেলেও, নায়ককে দেখতে পায়নি দর্শক। সেই কারণে দিতিপ্রিয়ার বিপরীতে কোন নায়ককে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মনে এখনও দ্বন্ধ রয়েছে। তবে খুব তাড়াতাড়ি নায়কের নামও জানতে পারা যাবে, এই আশাতেই রয়েছেন সিরিয়ালপ্রেমী দর্শকরা।