শুরু হল জি বাংলা ফুটবল লিগ। গতকাল ইস্টবেঙ্গল স্টেডিয়ামে খেলা হল ইস্টবেঙ্গল বনাম আলিপুরদুয়ার অগ্রণীর মধ্যে। খেলা শুরুর আগে নাচে গানে মাতোয়ারা হয় ক্লাব প্রাঙ্গণ।
খেলা এবং সেই জমকালো অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হয় জি বাংলা সিনেমাতে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অনিন্দিতা বসু এবং সৌরভ দাস।
হাজির ছিলেন ১৬ টি অনুর্ধ ১৯ দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডরেরা। সায়নী ঘোষ, রূপাঞ্জনা মিত্র, গীতশ্রী রায়, সন্দীপ্তা সেন, সোনালী চৌধুরী, রূপসা চট্টোপাধ্যায়, অঙ্কিতা মজুমদার, অলিভিয়া সরকার, রিমিঝিম মিত্র, প্রিয়া মণ্ডল, নেহা, প্রমিতা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, তণ্বী লাহা রায়, কাঞ্চনা মৈত্র। কাঞ্চনা মৈত্র অবশ্য এখানে একদম অন্য ভূমিকায় রয়েছেন। ইস্টবেঙ্গল ক্লাবের লজেন্স দিদির ভূমিকায় থাকবেন তিনি।
বিভিন্ন জেলা থেকে তুলে আনা হয়েছে ফুটবলার। এঁদের প্রত্যেকেরই বয়স অনুর্ধ ১৯। ১৬ টি দল গড়ে তোলা হয়েছে এদের নিয়ে। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। প্রত্যেকটি দলের সঙ্গে জড়িয়ে আছে কলকাতার একটি বড় ক্লাব। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান এবং এরিয়ান। ম্যাচের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গাঙ্গুলি।
জি বাংলা ফুটবল লিগের সরাসরি সম্প্রচার দেখুন প্রতিদিন দুপুর ৩ টেয় জি বাংলা সিনেমাতে।