জি বাংলা ফুটবল লিগ

শুরু হতে চলেছে 'জি বাংলা ফুটবল লিগ' ২৬ মে ইস্টবেঙ্গল মাঠে হবে এর শুভ সূচনা। এই লিগের এম্বাসাডর সৌরভ গাঙ্গুলি। জি বাংলার এই নয়া উদ্যোগে তাদের সঙ্গে গাঁটছড়া বেধেছে আই এফ এ।

বিভিন্ন জেলা থেকে অনুর্ধ ১৯ খেলোয়াড়দের নিয়ে তৈরি হয়েছে চারটি গ্রুপের মোট ১৬ টি দল। আর এই চারটি গ্রুপ তৈরি হয়েছে কলকাতার চারটি বড় দল নিয়ে। প্রত্যেকটি বড় ক্লাবই তাদের জেলার দলগুলির মেন্টর।

আগামিকালই প্রথম ম্যাচ। খেলা হবে কোয়েস ইস্টবেঙ্গলএয়ারটেল আলিপুদুয়ার অগ্রণী সংঘের সঙ্গে। খেলা ২৬ মে দুপুর ২ টো থেকে। ইস্টবেঙ্গল ক্রীড়াঙ্গনে। আগামিকাল খেলার শুভ সূচনায় হাজির থাকবেন প্রতি দলের ব্র‍্যান্ড এম্বাসাডরেরা। এরা প্রত্যেকেই টেলি দুনিয়ার ব্যস্ত অভিনেত্রী। কারা এরা? এক ঝলকে দেখে নিন দলগুলির নাম সহ তাদের মেন্টর হিসেবে কোন বড় দল থাকছে। পাশাপাশি সেই সব দলের ব্র‍্যান্ড এম্বাসাডরদের নাম।

 

গ্রুপ-এ -মহামেডান স্পোর্টিং

এডামাস ইউনিভার্সিটি উত্তর ২৪ পরগণা - সায়নী ঘোষ।

বীরভূম নবলস- প্রমিতা চক্রবর্তী।

পূর্ব মেদিনীপুর ফাইটার্স- রূপসা চ্যাটার্জি

ডেয়ারিং দিনাজপুর (সাউথ)- ঐন্দ্রিলা শর্মা

 

গ্রুপ-বি - ইস্টবেঙ্গল

আলিপুরদুয়ার অগ্রণী- গীতশ্রী রায়

বাঁকুড়া ব্যাটেলিয়ান- প্রিয়া মণ্ডল

চন্দননগর চ্যাম্পিয়ন্স- অঙ্কিতা মজুমদার

দুর্দান্ত দক্ষিণ ২৪ পরগণা- তণ্বী লাহা রায়

 

গ্রুপ সি- এরিয়ানস

হুগলি মার্শালস- সুদীপ্তা ব্যানার্জি

বর্ধমান ড্রিব্লারস- অলিভিয়া সরকার

শিলিগুড়ি স্ট্রাইকারস - রূপাঞ্জনা মিত্র

কোচবিহার কম্যান্ডোজ- সুদীপ্তা চক্রবর্তী

 

গ্রুপ- ডি- মোহনবাগান

হাওড়া একাদশ- সন্দীপ্তা সেন

দুরন্ত দিনাজপুর (উত্তর)- সোনালী চৌধুরী

নদীয়া নায়কস- রিমঝিম মিত্র

মানভূম ম্যাজিশিয়ান্স- মধুমিতা চক্রবর্তী

আগামিকাল থেকে প্রতিদিন দুপুর ৩ টেয় জি বাংলা সিনেমায় 'জি বাংলা ফুটবল লিগ'-এর লাইভ সম্প্রচার দেখবেন দর্শক।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...