সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল

শুধুই বাংলা ধারাবাহিক, অরিজিনালস কিংবা নন ফিকশন নয়, জি বাংলার এবারের নিবেদন জি বাংলা ফুটবল লিগ। রাজ্যের ১৬ টি জেলা থেকে ১৬ টি টিম অংশগ্রহণ করবে এই ফুটবল লিগে। সেরা চারটি দলের সংগে লড়াই করবে কলকাতার চারটি বড় ক্লাব- ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান এবং আরিয়ান। আর এই কর্মযজ্ঞে জি বাংলার সংগে গাঁটছড়া বেঁধেছে আই এফ এ

zee-4

জি বাংলা এর আগে সম্ভাবনাময় বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের ট্রেনিং দিয়ে আগামী দিনের দক্ষ অভিনেতা ও স্ক্রিপ্ট রাইটার তৈরির কর্মযজ্ঞে সফল হয়েছে। সেই যাত্রা শেষ হয়নি এখনও। দ্বিতীয় দফার বাছাই পর্ব শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার প্রতিভাবান ফুটবলারদের সবার চোখের সামনে তুলে ধরার প্রয়াস নিয়েছে জি বাংলা। যারা ভাল খেলোয়াড় হয়েও সুযোগের অভাবে নিজেদের ক্যারিশ্মা দেখানোর জায়গা পায় না তাদের এবার প্রচারের আলোয় নিয়ে আসতে উদ্যোগী হয়েছে জি বাংলা ও জি বাংলা সিনেমা। ২৬ মে থেকে শুরু হবে খেলা। জি বাংলা ফুটবল লিগের অ্যাম্বাসাডর সৌরভ গাঙ্গুলি

zee-sourav

গোটা ব্যাপারটি ঘোষণা করা হয় এক সাংবাদিক সম্মেলনে। হাজির ছিলেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব উৎপল গাঙ্গুলি, কল্যাণ মজুমদার, শেখ ওয়াসিম আকরাম, বিদেশ বসু, সম্রাট ঘোষ, জয়ন্ত মোহান্তি, অ্যালভিটো সহ ক্রীড়াজগতের বিশিষ্টজনেরা।

zee-2

আদ্যোপান্ত বিনোদন চ্যানেলের এই উদ্যোগের জন্য গান বেঁধেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সুর ভেঁজেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গান গেয়েছেন কৌশিক ও ইশান। সাংবাদিক সম্মেলনে সেই গান গেয়ে শোনালেন কৌশিক এবং ইশান। আর সেই গানের সঙ্গে নৃত্য পরিবেশন করল একঝাঁক খুদে নর্তক-নর্তকী।

zee-3

এখানেই শেষ নয়, ওই ১৬ টি টিমের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে থাকবেন টেলিভিশনের তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন সোনালী চৌধুরী, রিমঝিম মিত্র, সন্দীপ্তা সেন, গীতশ্রী রায়, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ সহ আরও অনেকে। এই বিষয়টি চমক হিসেবেই রাখতে চায় চ্যানেল। কোন দলের অ্যাম্বাসাডর কে তা জানা যায়নি এখনও। তবে, নতুন এই ভূমিকায় নিজেদের দেখতে চলেছেন তাই বেজায় খুশি তাঁরা।

zee-1

জি বাংলার বিজনেস হেড-বাংলা ক্লাস্টার, জিল সম্রাট ঘোষ জানান-

জি বাংলা বরাবরই নতুন প্রতিভাদের জন্য প্ল্যটফর্ম তৈরির কথা ভেবে চলে। জি বাংলা ফুটবল লিগ সেগুলির মধ্যেই একটি। বিভিন্ন জেলা থেকে ১৯ বছরের কম বয়সি ছেলেদের তুলে আনা হবে জি বাংলা ফুটবল লিগে। পাশাপাশি দাদাগিরির পর আরও একবার সৌরভ গাঙ্গুলির সঙ্গে যুক্ত হতে পারায় জি খুব খুশি।

২৬ মে থেকে প্রতিদিন দুপুর ৩ টেয় জি বাংলা সিনেমায় দেখা যাবে জি বাংলা ফুটবল লিগ সিজন ওয়ান।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...