ছুটির লুটোপুটি

স্কুলে স্কুলে বেজে গেছে ছুটির ঘণ্টা থুড়ি গরমের ছুটির ঘণ্টা। আর গরমের ছুটি মানেই ঘরবন্দি সারাদিন। যদি না কোথাও বেড়াতে যাওয়া হয়। চাঁদিফাটা রোদ্দুরে বেরোতে মানা ছোটদের। তাই ঘরেই থাকতে হয় দিনের বেশিরভাগ সময়। স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার কোনও চান্সই নেই। তাই সারা দিনটা কেমন ম্যাড়ম্যাড়ে হয়ে যায় ওই একরত্তিগুলোর। এদের জন্যই বেশ কয়েকবছর আগে কলকাতা দুরদর্শনে সম্প্রচারিত হত 'ছুটি ছুটি'। ছোটদের জন্য নানা রঙের অনুষ্ঠানের ডালি সাজাত চ্যানেল। থাকত ক্যুইজ, সিনেমা, গান, কবিতা সহ আরও কত কী। আর এবার এহেন এক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে জি বাংলা সিনেমা। জি বাংলা সিনেমার নতুন সংযোজন 'ছুটির লুটোপুটি'। এই শো-এর ট্যাগলাইন 'ছবি দেখো স্কলারশিপ জেতো'। আজ থেকে শুরু হল 'ছুটির লুটোপুটি'। প্রতিদিন ঠিক সকাল ১০ টায় দেখানো হবে ছোটদের দেখার মতো ছবি।

লিস্টে আছে সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, সোনার পাহাড়, পাতালঘর, রামধনু, মিত্তিরপাড়ার মারাদোনা, হীরক রাজার দেশে, গডজিলা, চ্যাম্প, চ্যাপলিন, কিডন্যাপার, ছেলে কার, রোবোট, গুপী গাইন, দেব আই লাভ ইউ, গোয়েন্দা গোগোল, পঞ্চরত্ন, অজানা দ্বীপ, যমালয়ে জীবন্ত মানুষ, আমরা পাঁচ, পাড়া থেকে প্রিমিয়ার

এই ছবিগুলি থেকেই থাকবে প্রশ্নের ঝুড়ি। আর প্রশ্নের উত্তর দিতে পারলেই মিলবে স্কলারশিপ। এর চেয়ে মজার খবর আর কী হতে পারে ওদের জন্য?

'ছুটির লুটোপুটি' দেখুন প্রতিদিন সকাল ১০ টা থেকে ১ টায় শুধুমাত্র জি বাংলা সিনেমায়।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...