প্রয়াত প্রখ্যাত তবলাবাদক, সঙ্গীতজ্ঞ ও অভিনেতা উস্তাদ জ়াকির হুসেন। রবিবার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৭৩ বছর বয়স হয়েছিল তাঁর। জানা গেছে, দীর্ঘ সময় ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি।
হাইলাইটসঃ
১। প্রয়াত প্রখ্যাত তবলাবাদক উস্তাদ জ়াকির হুসেন
২। ৭৩ বছর বয়স হয়েছিল তাঁর
৩। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জ়াকিরের। তাঁর পিতা উস্তাদ আল্লা রাখা। তিনিও ছিলেন একজন প্রখ্যাত তবলাবাদক। জাকির মাত্র তিন বছর বয়স থেকে সঙ্গীত জগতে পা রাখেন এবং সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন। এরপর আর তিনি থেমে থাকেননি। তবলার বোলের অনবদ্য শিল্প তাঁকে প্রতিষ্ঠা করেছে বিশ্বের দরবারে। পন্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলি খান, জর্জ হ্যারিসনের মতো দিকপাল সুরকার ও গীতকারগণ জাকির তবলায় সঙ্গত করেছেন।
তবলাবাদক হিসেবে বিভিন্ন সময়ে পুরস্কৃত হয়েছেন তিনি। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করেছেন। এছাড়াও বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ সঙ্গীত পুরস্কার চারটি গ্র্যামি অ্যাওয়ার্ড রয়েছে তাঁর ঝুলিতে।
জানা গেছে, দীর্ঘ দিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন জ়াকির। এরপর হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি থাকে। তাই শেষ অবধি চেষ্টা করেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। সঙ্গীত জগতের অনেকটা স্থান খালি করে না ফেরার দেশে চলে গেলেন সর্বকালের বিখ্যাত তবলাবাদক।