Yuvraj Singh Biopic Movie: এবার বড় পর্দায় আসতে চলেছে যুবরাজ সিং-এর বায়োপিক

যারা আমাদের দেশের ইতিহাসকে গর্বিত করেছে, তাদের জীবন, পেশা ও সংগ্রাম নিয়ে জানতে সবসময় উৎসাহী থাকে সাধারণ মানুষ। আর এবিষয়ে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম চলচ্চিত্র। আমরা নানা সময়ে বিভিন্ন বিখ্যাত মানুষের বায়োপিক সিনেমার পর্দায় দেখে থাকি। আর এবার বড় পর্দায় দেখা যাবে বিখ্যাত ক্রিকেটার যুবরাজ সিং-এর বায়োপিক। ভূষণ কুমার এবং রবি ভাগচাঁদকা ঘোষণা করলেন এই সিনেমার তৈরির কথা। তার ব্যক্তিগত জীবন, পেশা সহ সিনেমা কেরিয়ারের ছাপ থাকবে এই চলচ্চিত্রে।

২০০০ সালে আন্তর্জাতিক স্তরের ক্রিকেটার হিসেবে নিজের ক্রিকেট জীবনের সুচনা করেন যুবরাজ সিং। প্রতিভাসম্পন্ন এই বাম-হাতি ব্যাটার তার অসামান্য খেলা ও বৈদ্যুতিক ফিল্ডিং দিয়ে ভক্তদের মন জয় করে নেন। তবে ২০১১ সালে বিশ্বকাপ জয়ের সাফল্যর পরেই তার জীবনে নেমে আসে ক্যানসার রোগের ভয়াবহ ছায়া। কিন্তু সাহসে ভর করে সেই মারণ রোগকে হারিয়ে ২০১২ সালে ফিরে আসেন তিনি। তার সেই সফল জীবনের সংগ্রাম নিয়েই তৈরি হবে এই বায়োপিক।

টি সিরিজের কর্মকর্তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে যুবরাজ সিং-এর বায়োপিকের কথা ঘোষণা করে লেখেন,  '২২ গজ থেকে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কিংবদন্তির জীবন ফিরে দেখা। যুবরাজ সিংহের হার না মানা মনোভাব ও সাফল্যের গল্প খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসতে চলেছে।'

যদিও এই বায়োপিকে কারা কাজ করবেন বা সেটি কবে প্রকাশিত হবে, এই নিয়ে কিছু খোলসা করে বলা হয়নি, কিন্তু ভক্তরা আশা করছে এই সিনেমা তাদের প্রিয় যুবরাজের জীবনকে তাদের সামনে আরও ভালো ভাবে ফুটিয়ে তুলবে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই মহেন্দ্র সিংহ ধোনি, কিংবদন্তি সচিন তেন্ডুলকর, প্রাক্তন ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিনকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে। এছাড়াও কপিল দেব, ঝুলন গোস্বামীর বায়োপিকও দর্শককে মুগ্ধ করেছে। এবার তাই যুবরাজের পালা। এখন এটাই দেখার যে এই সিনেমা দর্শকদের কতটা নজর কাড়তে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...