দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ভারতের মাথায় জয়ের শিরোপা তুলে দিলেন ডি গুকেশ। এর সাথে বিশ্বে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড গড়লেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে চিনের ডিং লিরেনকে হারিয়ে এই খেতাব জিতলেন তিনি।
হাইলাইটসঃ
১। দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ
২। চিনের ডিং লিরেনকে হারালেন তিনি
৩। ৭.৫-৬.৫ স্কোরে হারিয়ে দেন চিনের প্রতিপক্ষকে
বৃহস্পতিবার ১৪তম ম্যাচ ছিল। ১৩তম ম্যাচের শেষে সমান পয়েন্ট ছিল দুই প্রতিযোগীর। খেলার নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবে, সে জয়ী হবে। বৃহস্পতিবার গুকেশ প্রথমে পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। ৭.৫-৬.৫ স্কোরে হারিয়ে দেন চিনের প্রতিপক্ষকে। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজন হয়নি। সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি। এই জয়ের পর আর নিজেকে সামলাতে পারেননি গুকেশ। জয়ী হওয়ার পর নিজের চেয়ারে বসেই কেঁদে ফেলেন তিনি। এমনকি বাইরে বেরিয়ে এসেও বাবা ও কোচকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় তাঁকে।
চেন্নাইয়ে জন্ম গুকেশের। তাঁর বাবা চিকিৎসক। মা মাইক্রোবায়োলজিস্ট। খুব ছোট বয়স থেকেই দাবা খেলায় আগ্রহ তাঁর। বিশ্বনাথন আনন্দের অ্যাকাডেমিরই ছাত্র তিনি। মাত্র ৮ বছর বয়সেই অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা জেতেন তিনি। অনূর্ধ্ব-১২ স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতেন। আর মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন। ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার হন ডি গুকেশ। তিনি ২০২২ সালে অলিম্পিয়াডে একক বিভাগে সোনা জিতেছিলেন। ২০২৩ সালে সবচেয়ে কম বয়সে ২৭৫০ রেটিং পয়েন্টে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেই বছর সেপ্টেম্বরে দাবায় ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ম বিশ্বনাথন আনন্দকে টপকে শীর্ষে উঠে এসেছিলেন গুকেশ।
অদ্ভুদ বিষয়, মাত্র ১১ বছর বয়সে গুকেশ জোর গলায় কিনেছিলেন, তিনি বিশ্বে সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান। তখনও গ্র্যান্ড মাস্টার খেতাবও অর্জন করেননি তিনি। কিন্তু সেই কথা বাস্তবে সত্যি করলেন তিনি। ১৮ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ।