আইসক্রিম খেতে কার না ভালো লাগে| তার উপর গ্রীষ্মকাল প্রায় এসেই গেল| এমত অবস্থায় দাঁড়িয়ে আইসক্রিম দেখলে লোভ সামলানো বেশ কঠিন| কিন্তু তার জন্য জেলে যেতে হতে পারে তা কি কখনো ভেবেছেন? সম্প্রতি, আইসক্রিম চেটে খাওয়ার অপরাধে গ্রেফতার করা হলো এক যুবককে| না, তার অপরাধ আইসক্রিম চেটে খাওয়া নয়| তার অপরাধ সেই চেটে খাওয়া আইসক্রিমটি পুনরায় রেখে দেওয়া| বুঝতে সমস্যা হচ্ছে? তাহল্রে একটু খুলেই বলা যাক....
সম্প্রতি, এক ডিপার্টমেন্টাল স্টোরে আইসক্রিম চেটে ফের তা রেখে দেওয়ায় জেল হলো এক যুবকের| শুধু জেল নয়| তার সাথে পৌনে এক লক্ষ টাকা জরিমানাও হয়েছে তার| গত বছর আগস্ট মাসে প্রথম এই যুবকের কান্ডকারখানা সামনে আসে| তারপরেই তদন্তে নামে পুলিশ| সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ডিপার্টমেন্টাল স্টোরের ফ্রিজ থেকে আইসক্রিমের একটি বড় প্যাকেট বের করছে এক যুবক| এতক্ষণ সব ঠিকই ছিল| কিন্তুগোল বাধে যখন দেখা যায়, যুবকটি আইসক্রিমের কন্টেনারটি খুলে আইসক্রিমটি চেটে আঙুল দিয়ে কিছুটা খেয়ে ফের তা রেখে দিল ফ্রিজেই| সেখানে উপস্থিত কোনো ব্যক্তি সম্পূর্ণ বিষয়টি ক্যামেরাবন্দী করেন| এই ভিডিও সামনে আসতেই হইচই পড়ে সোশ্যাল মিডিয়াতে| এরপরেই তদন্তে নামে পুলিশ| অভিযুক্তকে খুঁজে পাওয়া গেলে করাহয় তার বিরুদ্ধে মামলা|
ঘটনাটি ঘটেছে টেক্সাসের হিউস্টন থেকে ১৪৫ কিলোমিটার পূর্বে অবস্থিত পোর্ট আর্থারের একটি ওয়ালমার্ট স্টোরে| জানা গেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক ডি’অড্রিন আন্ডারসন ও তার বাবা একটি রসিদ দেখিয়ে দাবি করেন, ওই আইসক্রিমটি তারা কিনে নিয়েছিলেন| তাদের দাবি, প্রথমে ভিডিও রেকর্ডিং রেকর্ডিং-এর জন্য আইসক্রিমটি ফ্রিজে ঢোকানো হচ্ছে দেখানো হলেও পরে একুন্তারে গিয়ে ওই আইসক্রিমটি তারা কিনে নেন| এই ঘটনার পরে এই স্টোর থেকে বাকি সবকটি আইসক্রিমের কন্টেনার সরিয়ে নেওয়া হয়| এরফলে তাদের ক্ষতি হয় ১ হাজার ৫৬৫ ডলার, ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ১ লক্ষ ১৫ হাজার ৮০০ টাকা| বিচার শুরু হলে আদালত অভিযুক্ত যুবককে এক মাসের জেল ও এক হাজার মার্কিন ডলার জরিমানার শাস্তি দেন| শুধু তাই নয়| এর সঙ্গে তাকে ১০০ ঘন্টা বিনা পারিশ্রমিকে কাজ করার নির্দেশও দেন| এর সঙ্গে সঙ্গে তাকে ফেরত দিতে বলা হয় কোম্পানির ক্ষতি হওয়া টাকাও|
Thought the ice cream licking fad was over? Guess again
— Quentin Hope Sr. (@QuentinBHope) August 20, 2019
Port Arthur Police tell me they will present evidence to DA’s office of a man doing this Monday night at Walmart.
A member from his family says he actually bought it and has a receipt to show @kfdmnews @fox4beaumont pic.twitter.com/TTMTCJ5MaI