আমাদের ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আজকের দিনে শুধুমাত্র ক্রিকেট কিংবা ব্যাডমিন্টনেই সাফল্য আসে, তা বারংবার ভুল প্রমাণিত করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। আমাদের ভারত তিরন্দাজিতে কতটা সাবলীল তা দেখিয়েছেন দীপিকা কুমারী, দোলা ব্যানার্জির মত কিংবদন্তী তিরন্দাজরা। আর তাদের এই ধারাকে অক্ষুণ্ন রাখতে ভারতকে বিশ্বমঞ্চে গর্বিত করতে চলেছে ১৭ বছরের তিরন্দাজ কোমালিকা বারি।
বৃহস্পতিবার বিশ্ব যুব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে কোরিয়ার জাং মি-কে হারিয়ে পদক নিশ্চিত করলেন ঝাড়খন্ডের কোমালিকা। রবিবার ফাইনালে কোমালিকা মুখোমুখি হবে জাপানের সোনোডা ওয়াকা-এর বিরুদ্ধে।
সেমিফাইনালের শুরুতেই দুই প্রতিপক্ষ দারুন লড়াই চালিয়েছিল। ২৭ অল এ থাকার পর হঠাৎ-ই দুর্দান্ত শুটিং করে কোরিয়ান তিরন্দাজ। আর তার ফলে ৫-১ এর বড় লিড নিয়ে ফেলে সে। কিন্তু কোমালিকা দমে যায়নি, পরপর দুটি দুর্দান্ত সেটের পর ৫-৫ এ স্কোর নিয়ে যায় এবং ম্যাচটিকে টাইব্রেকারে ঠেলে দেয়।
ম্যাচের পর পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কোমালিকা জানায়, “আমি খুবই উত্তেজিত সোনার পদকের জন্য লড়ার। এটি আমার প্রথম ফাইনাল হতে চলেছে। আমি ভেবেছিলাম আমি হেরে যাব কারণ আমি ৯ পয়েন্টের শট করেছিলাম। তাই যখন বিচারক এসে আমায় বিজয়ী ঘোষণা করল, আমার তখন খুবই ভালো লেগেছিল। আমি সোনার জন্যই লড়ব।”