কাল হতে চলেছে চলতি দশকের প্রথম চন্দ্রগ্রহণ

আগের দশক শেষ হয়ে শুরু হয়েছে এক নতুন দশকের আর সেই নতুন দশকের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে কাল| নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণও বটে| কালকেই সেই দিন যেদিন পৃথিবী চলে আসবে সূর্য এবং চাঁদের ঠিক মাঝখানে| মহাকাশবিজ্ঞানীদের ভাষায়, জানুয়ারী মাসে হওয়া প্রথম পূর্নিমার দিনের চাঁদকে ‘উলফ মুন’ বলা হয়ে থাকে| বলা হয়, আগেকারদিনে সূর্যের আবর্তনের চেয়ে চন্দ্রের আবর্তনকে অধিক গুরুত্ব দেওয়া হত| তাই চন্দ্রমাসকে সূর্যের আবর্তনের এক বছরের থেকেও আগে রাখা হত| এই চন্দ্রমাস দেখেই গুরত্বপূর্ণ কাজকর্ম করা হত| সেই সময়টা একদিকে ছিল নেকড়েদের বাসায় থাকার সময়| এই সময় নেকড়েরা উচ্চস্বরে চিত্কার করত আর সেই চিত্কারের অর্থ ছিল সুরে থাকা তাদের দলের অন্য নেকড়েদের সাবধান করে দেওয়া| পূর্নিমার দিনে নেকড়ার ডাক অনেক দূর থেকেও শোনা যেত| সেই কারণেই এই চাঁদের নাম দেওয়া হয়েছে ‘উলফ মুন’| অনেক তো হলো গল্প কথা, এবার চলুন কালকের গ্রহণ-এর সময় জেনে নেওয়া যাক|

আগামীকাল অর্থাৎ শুক্রবার এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতীয় সময়ে রাত ১০:৩৭ মিনিট থেকে| গ্রহণ ছাড়তে ছাড়তে পরের দিন হয়ে যাবে অর্থাৎ রাত ২:৪২ মিনিট পর্যন্ত গ্রহণ চললে তা পরের দিন পর্যন্ত চলেছে বলেই গন্য করা হবে| কালকের পর আবার ৫ জুনের চন্দ্রগ্রহণটি সারা দেশ থেকে প্রত্যক্ষ করা যাবে| এরপর এইবছরে ৫ জুন, ৫ জুলাই এবং ২৯ নভেম্বর আবারও হতে চলেছে চন্দ্রগ্রহণ| শুধু চন্দ্রগ্রহণ নয়| এর মাঝে ৩০ জুন একটি সূর্যগ্রহণও রয়েছে|

আগামীকাল অর্থাৎ জানুয়ারির ১০ তারিখ ভারতীয় সময় রাত ১০:৩০ থেকে রাত ২:৩০ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ| পূর্ণগ্রাস গ্রহণ না হলেও এই গ্রহনের সময় চাঁদের অধিকাংশ অংশই ঢাকা পড়ে যাবে| জানুয়ারির ১০ তারিখের এই গ্রহণটি মোটামুটি সারা বিশ্ব থেকেই দেখা যাবে| ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশ তো বটেই তাছাড়া ইউরোপ এবং আফ্রিকা থেকেও প্রত্যক্ষ করা যাবে এই গ্রহণ| জানা গেছে, শুধুমাত্র আমেরিকা থেকে দেখা যাবে না গ্রহণ-এর এই দৃশ্য|

এটা শেয়ার করতে পারো

...

Loading...