Y Chromosome Research: পৃথিবী থেকে কী পুরুষ লুপ্ত হয়ে যাবে? কী বলছেন বিজ্ঞানীরা?

পৃথিবী থেকে কী পুরুষ লুপ্ত হয়ে যাবে? রয়ে যাবে শুধু মহিলা? একটি গবেষণাপত্র ঘিরে এমনই কিছু প্রশ্ন উঠেছে বিজ্ঞানী মহলে। (Vanishing Y Chromosome)

মানবদেহে মোট ২৩ জোড়া ক্রোমোজোম রয়েছে, যার মধ্যে ২২ জোড়া অটোজোম এবং এক জোড়া লিঙ্গ নির্ধারক ক্রোমোজম, মেয়েদের জন্য XX, ছেলেদের জন্য XY। মাতৃ গর্ভে শিশুর পুরুষাঙ্গ তৈরিই হয় এই Y ক্রোমোজম থেকে। তাই এই Y ক্রোমোজমই লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু বর্তমান কিছু গবেষণায় এই তথ্য উঠে এসেছে যে, মানবদেহ থকে ধীরে ধীরে লুপ্ত হচ্ছে Y ক্রোমোজম। এই ক্রোমোজমের জিনের সংখ্যা ৫০ থেকে ২০০টি। বর্তমানে মাত্র ৪৫-৫৫টি জিন রয়েছে Y ক্রোমোজমে। সেই নিরিখে X ক্রোমোজমের জিনের সংখ্যা ১০০০। গত ১৬ কোটি ৬০ লক্ষ বছরে Y ক্রোমোজম প্রায় ১৬০০ জিন হারিয়ে ফেলেছে। অর্থাৎ প্রতি ১০ লক্ষ বছরে ১০টি করে জিন হারিয়েছে Y ক্রোমোজমের। সেই হিসেবে এই ক্রোমোজম মিলিয়ে যেতে আরও ৪৫ লক্ষ বছর সময় লাগবে। তবে যদি আগামী দিনে পৃথিবী থেকে পুরুষ বিলুপ্ত হয়ে যায়, একা নারী কীভাবে বংশবৃদ্ধি করবে, সেই নিয়েও জল্পনা তুঙ্গে।

কিন্তু এই ক্রোমোজম লুপ্ত হয়ে যাওয়ার কোন কারণ খুঁজে পাননি বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের একাংশের মতে, Y ক্রোমোজমের কোন সহকারী জিন নেই যার সঙ্গে জিন লেনদেন করতে পারবে। তাই যত সময় যাচ্ছে, তাদের সংখ্যা কমছে। কিন্তু পৃথিবী থেকে সম্পূর্ণভাবে পুরুষ মিলিয়ে যাওয়ার তথ্য মানতে নারাজ বিজ্ঞানীরা। তাদের মতে ততদিনে বিকল্প ক্রোমোজম Y তার জায়গা দখল করবে। সম্প্রতি জাপানের বিশেষ প্রজাতির ইঁদুরকে নিয়ে গবেষণায় দেখা গেছে, ইঁদুরের শরীরে Y ক্রোমোজম সম্পূর্ণ ভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। তার পরিবর্তে নতুন একটি জিন তৈরি হয়েছে। মানুষের ক্ষেত্রেও এমনই কিছু সম্ভাবনার আশা রাখছে বিজ্ঞানীরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...