২২ গজে ফের ঋদ্ধিমান

দেশের হয়ে সবে কেরিয়ার শুরু করেছিলেন, তখন আচমকাই কাঁধে চোট পাওয়ার দরুণ মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল ঋদ্ধিমান সাহাকে সমর্থকরা অপেক্ষায় ছিলেন কখন তারা তাদের প্রিয় ঋদ্ধিমানকে ফের মাঠে খলতে নামতে দেখবেন। তাদের জন্যই সুখবর। দীর্ঘ দিন চোটের আঘাতে ক্রিকেট দুনিয়ার বাইরে থাকা ঋদ্ধিমান সাহাএবার চোট সারিয়ে ২২ গজে ফিরতে চলেছেন। গত বছর মে মাসে আইপিএলের শেষে তাকে মাঠে দেখতে পাওয়া গিয়েছিল। তারপর নানা প্রকার চোটের কারণে আর তাকে মাঠে দেখতে পাওয়া যায়নি। কাঁধের গুরুতর চোটের ফলে অস্ত্রোপচারের জন্য ইংল্যান্ডে যেতে হয়েছিল তাঁকে। অস্ত্রোপচারের পর তিনি বেশ কিছুদিন বেঙ্গালুরুর একটি রিহ্যাবে কাটান। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাংলা দলে যোগ দিতে চলেছেন। আগে থেকেই ঋদ্ধির বাংলা দলে যোগ দেওয়া নিয়ে কথা চলছিল। রবিবার সেই কথায় সিলমোহর পড়ল। রবিবার কোনও অনুশীলন ছিল না। তবুও কালীঘাট ক্লাবে গিয়ে বেশ খানিকক্ষন সময় কাটান তিনি। নেট প্রাকটিস করেন সেখানে। ছোটদের সঙ্গে ব্যাটিং এবং বোলিংয়েও মেতে ওঠেন। এখন দেখার যে প্রায় দশ মাসের বেশি ২২ গজের বাইরে কাটানোর পর, নিজেকে কতটা  ছন্দে ফেরাতে পারেন ঋদ্ধিমান সাহা

এটা শেয়ার করতে পারো

...

Loading...