মাত্র ৩৪ বছর বয়সে প্রধানমন্ত্রী হলেন সানা ম্যারিন

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন সানা ম্যারিন| ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল এনাকে নিয়ে| জানা গেছে, বংশের মধ্যে একমাত্র সানা-ই বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়েছেন| শ্রমিক পরিবারের মেয়ে সানার জন্ম ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে| ১৯ বছর বয়সে স্কুলের গন্ডি পেরোনো এবং তার ঠিক তিন বছর পর স্নাতক পাশ করা সানা মাত্র ৩৪ বছর বয়সে কাঁধে তুলে নিয়েছেন দেশের দায়িত্ব|

জানা গেছে, মাত্র ২৭ বছর বয়সে রাজনীতিতে প্রবেশ করেন সানা| ২৭ বছর বয়সেই ট্রাম্পে সিটি কাউন্সিলের সদস্য হন তিনি| এরপরেই পান চেয়ারপার্সনের দায়িত্ব| ২০১৪ সালে ডেপুটি চেয়ারপার্সন নির্বাচিত হন তিনি| ২০১৫ সালে ৩০ বছর বয়সে প্রথমবার ফিনল্যান্ডের পার্লামেন্টের সদস্য হন তিনি| এরপরেই ২০১৯ সালের ৬ই জুন দেশের যোগাযোগ এবং পরিবহণমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সানা|

ডাকবিভাগে ধর্মঘট নিয়ে মতপার্থক্যের জেরে জোটসঙ্গী সেন্টার পার্টি সমস্র্থন তুলে নিলে ফিনল্যান্ডের সাম্প্রতিক সরকার ভেঙে পড়ে| আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অ্যান্টি রিনে| সেই ফাকা জায়গাতেই সানাকে নির্বাচিত করা হয়েছে| খুব অল্প ভোটে জিতেছেন তিনি| মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি| এত কম বয়সে তিনি কিভাবে সামলাবেন এত বড় দায়িত্ব? এই প্রশ্নের উত্তরে সানা জানান, তিনি কখনই বয়স বা লিঙ্গ নিয়ে ভাবেননি| দেশের সকলে তার উপর আস্থা রেখে যখন তাকে প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন তখন তিনি সেই দায়িত্ব অবশ্যই পালন করবেন|

ইতিমধ্যেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্নের সাথে তুলনা শুরু হয়েছে সানার| জেসিন্ডার বয়স এখনও ৪০-এর কোঠা পেরোয়নি| জেসিন্ডার মতো সদ্য মা হয়েছেন সানাও| মেয়ে এমার বর্তমান বয়স ১| এবার সংসার সামলানোর সাথে সাথে দেশের দায়িত্বও সামলাতে হবে এবার সানাকে|       

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...