ক্রমশ সরছে উত্তরের চুম্বক, প্রভাব পড়তে চলেছে মোবাইল ব্যবহারেও

আমাদের সকলেরই জানা যে, পৃথিবীর দুটি মেরু, উত্তর মেরু এবং দক্ষিন মেরু| যার দ্বারা আজও দিক নির্দেশ করে থাকেন নাবিকরা| কিন্তু জানা গেছে, পৃথিবীর উত্তর মেরুর চুম্বক ক্ষেত্র ধীরে ধীরে সরছে পূর্ব দিকে| ঘটনাটি বেশ ইন্টারেস্টিং শুনতে লাগলেও  বিশেষজ্ঞদের মতে এইজাতীয় ঘটনা মোটেই কাম্য নয়| বিজ্ঞানীরা জানিয়েছেন, চুম্বক ক্ষেত্রের স্থানান্তর বেশ দ্রুত গতিতেই হচ্ছে| এক বছরে প্রায় ৫০ কিলোমিটার করে সরছে এই ক্ষেত্র| এই নর্থ পয়েন্টটি কিছুদিন আগে পর্যন্তও প্রধান মেরিডিয়ানের ঠিক উপরেই অবস্থান করছিল যা ধীরে ধীরে তা পূর্বে সাইবেরিয়ার দিকে সরে যাচ্ছে|

অধিকাংশ ক্ষেত্রে মানুষ রাস্তাঘাটের নাম মনে রাখার প্রয়োজন মনে করে না কারণ গুগল ম্যাপের সাহায্যে সেইসব রাস্তার হদিস পাওয়া খুবই সহজ হয়ে গেছে| কিন্তু উত্তরের চুম্বক ক্ষেত্র সরে যাওয়ার ফলে তার প্রভাব পড়তে চলেছে এতেও| যদিও বেশিরভাগ অনলাইন ম্যাপের জন্য যাবতীয় তথ্য আসে স্যাটেলাইটের মাধ্যমে| বেশিরভাগ ফোনেই তিনধরনের ম্যাগনেটিক সেন্সর থাকে| এই সেন্সরগুলিই নেভিগেশন অ্যাপকে নির্দেশ দেয়| সেই নির্দেশই নেভিগেশন অ্যাপগুলি আমাদের দেখাতে থাকে| তাই পৃথিবীর চারদিকের চুম্বক ক্ষেত্র ডিস্টার্ব হলে তার প্রভাব পড়বে মোবাইলের নেভিগেশন অ্যাপগুলির উপর| এর ফলে তা কোনদিকে মুখ করে আছে তা সনাক্ত করা সমস্যার হয়ে দাঁড়াবে|     

জানা গেছে, চুম্বক ক্ষেত্রের সরে যাওয়ার ঘটনা দৈনন্দিন ক্ষেত্রে কোনো প্রভাব না ফেললেও প্রতিরক্ষা বিভাগ, এয়ারপোর্ট, ডাইরেকশনাল ড্রিলিং কোম্পানি প্রভৃতির ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে| জানা গেছে, এরফলে ঘড়ি, মোবাইলের নেভিগেশন প্রভৃতির তথ্য পরিবেশনে সমস্যা হবে| চুম্বক ক্ষেত্র সরে যাওয়ার ফলে মোবাইলের কম্পাসের কাজও ভুল হয়ে যেতে পারে| বিমান এবং জাহাজ পরিষেবা মূলত উত্তরের চুম্বক ক্ষেত্রের উপর ভরসা করেই দিক নির্ণয় করে থাকে| মূলত ব্যাকআপ নেভিগেশন হিসেবে কাজ করে উত্তরের চুম্বক ক্ষেত্র, জানালেন কলোরাডো ইউনিভার্সিটির অর্নাড চুলিয়াট| এরফলে ধীরে ধীরে ঘড়ি থেকে শুরু করে মোবাইল, পরিবর্তন আসতে চলেছে সবকিছুতেই|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...