ইন্দোনেশিয়ায় পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বড় ফুল

হঠাৎ করেই খোঁজ মিলল পৃথিবীর সবচেয়ে বড় ফুলের| কোথায়? ইন্দোনেশিয়ায়| ইন্দোনেশিয়ার কিছু পরিবেশবিজ্ঞানীর দাবি, ইন্দোনেশিয়ায় খোঁজ পাওয়া ফুলটিই আসলে বিশ্বের সবচেয়ে বড় ফুল| জানা গেছে, সম্প্রতি ইন্দোনেশিয়ায় র‍্যাফ্লেসিয়া প্রজাতির একধরনের নতুন ফুলের সন্ধান পাওয়া গেছে যার ব্যাস ১১১ সেন্টিমিটার যা প্রায় তিন ফুট ছয় ইঞ্চি| পৃথিবীর বুকে এখনও পর্যন্ত র‍্যাফ্লেসিয়া প্রজাতির ২৮ রকম ফুলের খোঁজ পাওয়া গেছে| বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ২৮টি প্রজাতিই ভেরিফায়েড| এছাড়া আরও ৪টি আনভেরিফায়েড প্রজাতির খোঁজও মিলেছে বলে জানিয়েছেন তারা|

ফুলটি সবচেয়ে বড় হওয়ার কারণে রেকর্ড গড়লেও বিজ্ঞানীরা জানাচ্ছেন, রূপে মন ভোলালেও সুবাসে মোটেও মাত দিতে পারেনি এই ফুল|যারাই এই ফুলটির সামনে গেছেন সকলেই জানিয়েছেন এই ফুল থেকে পচা মাংসের দুর্গন্ধ বের হয়| যদিও মাত্র এক সপ্তাহ ফুটে থাকে এই ফুল| এরপরেই ঝরে যায়|

উনিশ শতকে এক ব্রিটিশ উপনিবেশ অফিসার স্যার স্যামফোর্ড র‍্যাফ্লেসই প্রথম ইন্দোনেশিয়ায় এই প্রজাতির ফুলের সন্ধান পান| তাঁর নাম অনুসারেই এই ফুলের নামকরণ করা হয় র‍্যাফ্লেসিয়া| বিজ্ঞানীরা জানিয়েছেন, দক্ষিন এশিয়ার অনেক জায়গাতেই এই ফুলের সন্ধান পাওয়া গেছে আগে তবে ১১১ সেন্টিমিটার ব্যাসযুক্ত ফুলের সন্ধান বিজ্ঞানীরা প্রথমবারই পেলেন|  

বিজ্ঞানীরা জানাচ্ছেন, র‍্যাফ্লেসিয়া-র যে ২৮টি ভেরিফায়েড প্রজাতির খোঁজ মিলেছে তার মধ্যে একটি হলো ‘র‍্যাফ্লেসিয়া টুয়ান-মুডায়’| ইন্দোনেশিয়ায় সবচেয়ে বড় যে ফুলটির খোঁজ মিলেছে তা প্রকৃতপক্ষে এই প্রজাতির যার এক একটি ফুলের ব্যাস হয় ১১১ সেন্টিমিটার করে| জানা গেছে, এর আগে এই একই জায়গায় এই প্রজাতির অন্য একটি ফুলের সন্ধান পাওয়া গেছিল| ‘লার্জ র‍্যাফ্লেসিয়া’ নামক ফুলটির ব্যাস ছিল ১০৭ সেন্টিমিটার|এবারের ফুলটি আগের ফুলটির রেকর্ডকেও ছাপিয়ে গেছে|

   

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...