মেলবোর্ণ কে ছাপিয়ে গেল সর্দার প্যাটেল স্টেডিয়াম

দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে নতুন রূপ পেতে চলেছে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম। ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তত্ত্বাধানে প্রায় ৭০০ কোটি টাকা খরচ করে তৈরী করা হয় এই স্টেডিয়াম।নামাঙ্কিত করা হল সর্দার প্যাটেলের নামে। যা আয়তনে ও দর্শক সংখ্যার ভিত্তিতে, অস্ট্রেলিয়ার মেলবোর্ণ ক্রিকেট স্টেডিয়ামের থেকেও বড়। মেলবোর্ণের দর্শক আসন যেখানে এক লক্ষ, সেখানে ভারতের এই স্টেডিয়ামে একত্রে এক লক্ষ ১০ হাজার মানুষ বসে ম্যাচ দেখতে পাবে। 

বর্তমান বিসিসিআই সচিব জয় শাহ জানান, যে এই স্টেডিয়ামের সবটাই ভারতের মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনা, তাই সেই ম্যাচে প্রধান অতিথি হিসাবে তাকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে বিসিসিআই-এর পক্ষ থেকে। এতদিন গুজরাত ক্রিকেট অ্যাসেশিয়ানের দায়িত্ব ছিল এই স্টেডিয়াম নির্মাণের কাজ। তাই তারা গ্রিন সিগনাল দেওয়ায়, এবার আইসিসি-র দ্বারস্থ হবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, তারা ম্যাচ আয়োজনে সম্মতি জানালেই আগামি বছর মার্চ বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচ দিয়ে প্রথম ক্রিকেট খেলা হবে এই স্টেডিয়ামে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...