বিশ্বের শ্রেষ্ট শিক্ষকের হাত ধরে ঘরে বসে বিশ্বভ্রমণ

আপাতত  বিশ্বব্যাপি এক ভাইরাস ত্রাসের কারণ হয়ে আপনার দৈনন্দিন রুটিনকে লন্ডভন্ড করেছে। সকালে ঘুম থেকে উঠে  বেরোনোর  ব্যস্ততা নেই। কিন্তু তাতেও স্বস্তি নেই। এ তো মহা জ্বালা !! ব্যস্ততা থাকলে নিঃশ্বাসের খোঁজ পড়ে , আবার না থাকলে দীর্ঘনিশ্বাস পড়ে। কিছুতেই  যেন শান্তি নেই।  তার সাথে এক আতঙ্কের পরিবেশ  সৃষ্টি হয়েছে। রাস্তায় বেরোলেই করোনার সংক্রমণের ভয়। কোথাও যাওয়ার কোনো উপায়  রাখেনি  উত্পটাং ভাইরাস । আর এ হেন আপনার এই বোরিং পরিস্থিতির কথা  ভেবেই ঘরে বসেই আপনাকে বিশ্ব ভ্রমণ করাবে এক বিখ্যাত সংস্থা।  অবাক লাগছে ! আজ সেই কথাই জানাবো।

ভাবুন তো  যদি  একই সাথে  ডিওরসে মিউজিয়াম বা গগেনহেইম মিউজিয়াম ঘুরতে পারেন ! প্রথমে মনে হতেই পারে এমনটা কী করে সম্ভব? একটা প্যারিসে তো আর একটা নিউ ইয়র্কে!  কিন্তু অবিশ্বাস্য হলেই এটাই সত্যি। ঘরে বসেই এসব দেখার সুযোগ পাবেন বিশ্বের শ্রেষ্ট শিক্ষক  গুগলের হাত ধরে।ঘুরে আসতে পারেন ২,৫০০ মিউজিয়াম। অনির্দিষ্টকালের ছুটিতে  মানুষের জন্য এমন সুযোগই নিয়ে এল গুগল। বিশ্বের প্রথম সারির মিউজিয়ামগুলিকে যুক্ত করে গুগল আর্ট অ্যান্ড কালচার নিয়ে এল এক ভার্চুয়াল ট্যুরের সুযোগ। এর জন্য না কোনো ভিসা , না  টাকা লাগবে। শুধু প্রয়োজন কম্পিউটার বা স্মার্ট ফোন আর নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন।  ব্যাস - বেরিয়ে পড়তে পারেন কয়েক ঘণ্টার সফরে। আর তার মধ্যেই ঘুরে আসতে পারেন পৃথিবীর এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। এই ভার্চুয়াল ট্যুরে আপনি দেখে আসতে পারেন মোটামুটি ৩৫,০০০টি পৃথিবী বিখ্যাত ছবি। শুধু তাই নয়, সেইসঙ্গে জানতে পারবেন অনেক অজানা তথ্য ও ইতিহাস।   আর এই সবটাই আপনার মুঠোফোনের জিম্মায় ।

বিশ্বের এমন এক বিখ্যাত গাইড সাথে থাকলে আপনার জানার পরিধি সমৃদ্ধ হতে বাধ্য। ইতিমধ্যেই গুগলের এই উদ্যোগ বেশ জনপ্রিয় হয়েছে। আপনিও অংশ নিতে পারেন এই সফরে।  ভালো থাকতে   বাড়ি  বসে বিশ্বের এই মিউসিয়াম ভ্রমণ নেহাত মন্দ লাগবে না।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...