আজ আন্তর্জাতিক সঙ্গীত দিবস| আমাদের জীবনে সঙ্গীতের গুরুত্বই আলাদা| মন খারাপ থেকে শুরু করে মন ভালো করা মুহূর্ত সব কিছুর সাক্ষীই এই সঙ্গীত| আর আজ সেই সঙ্গীতেরই দিন|তাহলে আসুন খানিক জেনে নিন আজকের এই দিনের গুরুত্ব ও ইতিহাস|
১৯৮২ সালে ‘ফেট ডি-লা মিউজিক’ নামে এক অনুষ্ঠান ফ্রান্সে সেলিব্রেট করা হয় যার প্রস্তাব দেন ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক| যার মূল ভাবনা ছিল সঙ্গীতকে আরো বেশি মানবমনে ছড়িয়ে দেওয়া| অন্যদিকে আমেরিকার এক সঙ্গীতজ্ঞ জোয়েল কোহেন ১৯৭৬ সালে প্রস্তাব দেন সারারাতব্যাপী এক মিউজিক সেলিব্রেশনের যার পর থেকেই শুরু হয় পৃথিবীব্যাপী মিউজিক ডে-র সেলিব্রেশন| ৩২টিরও বেশি দেশে পালন করা হয় এই মিউজিক ডে| যেখানে অংশগ্রহণ করেন সঙ্গীতের সাথে যুক্ত থাকা বিভিন্ন প্রান্তের শিল্পীরা|তাই বিশ্ব মিউজিক ডে ২০১৮ -তে ভারত, নেপাল, স্পেন, ইতালি, আমেরিকা, থাইল্যান্ড, ফ্রান্স সহ ১৬টি দেশের ১৫০ জন সঙ্গীতশিল্পী এই দিনটি উপলক্ষ্যে উদয়্পুরে সঙ্গীতকে এক অন্য মাত্রায় সকলের সামনে তুলে ধরতে তৈরী থাকবেন|