টাকি রোড ধরে বারাসাত হয়ে বসিরহাট যাওয়ার পথে চোখে পড়বে অতীত ইতিহাসের ঝলক। এই পথ ধরেই এগিয়ে গেলে সুন্দরবনের কাছাকাছি একটি জায়গা ধান্যকুড়িয়া। এখানে রয়েছে প্রায় তিনশো বছরের পুরনো এক ক্যাসেল। ইউরোপীয় রীতিতে তৈরি এই ক্যাসেলের নাম 'গায়েন ক্যাসেল'। ১৭২২ সালে এই অঞ্চলে জনপদটি গড়ে উঠেছিল। ব্যবসার সূত্রে এখানে বসবাস শুরু করেন দাস, গায়েন, মণ্ডলরা। মহেন্দ্র নাথ গায়েন এই ক্যাসেলটি নির্মাণ করিয়েছিলেন। এটি আসলে গায়েনদের বাগানবাড়ি।
আবার কলকাতা থেকে অনতিদূরে বজবজের কাছে আরেকটি রাজবাড়ি হল 'বাওয়ালি রাজবাড়ি'। মণ্ডলরা এই রাজবাড়ি তৈরি করেন আজ থেকে প্রায় তিনশো বছর পূর্বে। বর্তমানে এটিকে বিলাস বহুল হেরিটেজ হোটেলের রূপ দেওয়া হয়েছে। এই দু'টি রাজবাড়ির ছবি এই বছর 'উইকি লাভস মনুমেন্ট' প্রতিযোগিতায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।
প্রতিবছর সারা বিশ্বব্যাপী 'উইকি লাভস মনুমেন্ট ফটোগ্রাফি প্রতিযোগিতা' হয়। এই বছরও সেপ্টেম্বরে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। ১-৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল প্রতিযোগীদের নিজের তোলা হেরিটেজ মনুমেন্ট আর বিল্ডিং এর ছবি পাঠানোর সময়সীমা। অক্টোবরের শেষ সপ্তাহে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। ভারত থেকে প্রায় ৫০০০ ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে দশজনের নাম ঘোষণা করা হয়েছে। অমিতাভ গুপ্তের তোলা 'গায়েন ক্যাসেল' আর দীপাঞ্জন ঘোষের তোলা 'বাওয়ালি রাজবাড়ি' পশ্চিমবঙ্গ থেকে 'উইকি লাভস মনুমেন্ট প্রতিযোগিতায়' যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।
২০১০ সালে নেদারল্যান্ডে পাইলট প্রজেক্ট হিসেবে 'উইকি লাভস মনুমেন্ট প্রতিযোগিতা' শুরু হয়েছিল। পরের বছর ইউরোপের ৩৫টির বেশি দেশ এতে অংশগ্রহণ করে। 'গিনিস বুক অফ রেকর্ডস'-এ বিশ্বের বৃহত্তম ফটোগ্রাফি প্রতিযোগিতা হিসেবে 'উইকি লাভস মনুমেন্ট প্রতিযোগিতাটি'-র নাম নথিভুক্ত করা হয়েছে। ২০১২ সালের পর থেকে ইউরোপের বাইরের দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে। ফটোগ্রাফি প্রতিযোগিতা, পুরস্কারের পাশাপাশি এই প্রতিযোগিতার আরেকটি উদ্দেশ্যে হল হেরিটেজ বিল্ডিং ও মনুমেন্টগুলোকে উইকিপিডিয়ায় যথাযথভাবে নথিভুক্তকরণ করতে সাহায্য করা।
প্রতিদেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারপর সেই ছবি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রদর্শিত হয়। ভারতেও প্রতিবছরের মতো এবছর সেপ্টেম্বর মাসে 'উইকি লাভস মনুমেন্ট প্রতিযোগিতাটি' অনুষ্ঠিত হয়। প্রতিযোগীরা 'উইকি লাভস মনুমেন্ট' নিজেদের তোলা শুধুমাত্র হেরিটেজ মনুমেন্ট ও বিল্ডিং এর ছবিই পাঠাতে পারেন। যাঁরা জয়ী হন, তাঁরা পুরস্কৃত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁদের ছবি প্রদর্শিত হয়। আমন আর্চের তোলা মহারাষ্ট্রের 'দৌলতাবাদ ফোর্টের' ছবিটি ভারতের মধ্যে প্রথম হয়েছে।