বুদ্ধি বা অন্যান্য গুণ বিচারে তারা আমাদের মতো বা তার চেয়েও বেশি পারদর্শী। কিন্তু নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের জন্য স্বাভাবিক-মানসিক বৃদ্ধি হয়ে ওঠে না তাদের। যদিও সব ক্ষেত্রে একই ধরনের বা একটি মাত্র সমস্যাই যে নিশ্চিত তা বলা যায় না। অটিজম একটা সমস্যা কিন্তু কোন রোগ নয়। প্রতি বছর এপ্রিল-এর ২ তারিখে বিশ্ব অটিজম দিবস পালন করা হয় অটিজম নিয়ে সচেতনতা বাড়ানোর কিছু বার্তা নিয়ে। এ বছর ওয়ার্ল্ড অটিজম ডে -র মূল বিষয় হল বিশেষ ভাবে সক্ষম এমন মানুষদের সাহায্যকারী টেকনোলজি এবং এসব ব্যক্তিদের প্রত্যক্ষ যোগদান নিয়ে।
পরিসংখ্যান অনুযায়ী প্রতি ৫৮ জন শিশুর ভিতর একজন অটিস্টিক শিশু জন্মগ্রহণ করে। এক্ষেত্রে অটিস্টিক মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা বেশি লক্ষ্য করা যায়। অটিস্টিক দের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় তাদের যোগাযোগ মাধ্যম। সীমিত চাহিদা এবং তুলনামূলক ভাবে অনুভূতিপ্রবণতা এ ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে বিশেষ ভাবে সক্ষম মানুষটির অনুভূতি বুঝে তার সাথে যোগাযোগ রাখাটা প্রয়োজনীয় হয়ে পড়ে। সাহায্যকারি টেকনোলজির একটি বিশেষ ভূমিকা থাকতে পারে এমন অটিস্টিক মানুষদের জন্য। এর মাধ্যমে একজন অটিস্টিক সমাজের সাধারণ অধিকার গুলো নিয়ে সমাজে সমান ভাবে অবস্থান এবং সমান ভাবে যোগদান করতে সক্ষম হবে।
অটিজম নিয়ে সচেতনতা মূলক দিনটি ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে সচেতন করতে সক্ষম হয়েছে। এই দিনটিতে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের যোগ্যতা ও বিশেষ ভাবে সক্ষমতাকে সেলিব্রেট করা হয় তাদের কাজের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গ্রহণযোগ্যতার আধারে।