বিশ্ব নন্দিত 'উৎকর্ষ বাংলা'

ভোটের প্রচারে যখন চারপাশ সরগরম তখন রাজ্য সরকারের ঝুলিতে যোগ হল আরো একটি বিশ্ব নন্দিত পুরস্কার। রাষ্ট্রপুঞ্জের কাছে সম্মানিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর 'উৎকর্ষ বাংলা' প্রকল্পটি। জনপ্রিয় সামাজিক মাধ্যমে তাৎক্ষনিক ভাবে সুখবরটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। ভোটের দোরগোড়ায় এমন সাফল্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। লোকসভা ভোটের প্রথম দফা অনুষ্ঠিত হওয়াকালীন এই খবর পৌঁছায় মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্য সরকারের 'সবুজ সাথী'  প্রকল্পটিও রয়েছে বিশ্বের সেরা পাঁচটি প্রকল্পের ভিতরে। রাষ্ট্রপুঞ্জ-এর আওতায় এই প্রকল্পগুলির সেরা তালিকাকরন করা হয় বিশ্বের অন্যান্য দেশের প্রচলিত সরকারি প্রকল্পগুলির বিচারে।

রাষ্ট্রপুঞ্জের দেওয়া এই পুরস্কারের নাম ওয়ার্ল্ড সামিট অন দা ইনফরমেশন সোসাইটি। পুরস্কারটি প্রশাসনিক ভাবে বিশেষ সম্মান হিসেবে জনপ্রিয়। 'উৎকর্ষ বাংলা' নিয়ে এই সম্মান, রাজ্য সরকারের অন্যতম সাফল্য হিসেবে ধরা যায়। রাষ্ট্রপুঞ্জ থেকে ১৮ টি বিভাগে এই সম্মান প্রদান করা হয়। এবারের সবকটি বিভাগে মনোনয়নের জন্য জমা হয়েছিল বিশ্বের ১০৬২ টি প্রকল্প। এর ভেতর 'ক্যাপাসিটি বিল্ডিং' বিভাগে সেরার পুরস্কার জিতে নেয় রাজ্য সরকারের 'উৎকর্ষ বাংলা'  প্রকল্পটি। রাজ্য সরকারের উদ্যোগে 'উৎকর্ষ বাংলা' -র উদ্দেশ্য রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের কর্ম প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা। এই প্রশিক্ষণের আওতায় রয়েছে ফোন রিপেয়ারিং, টিভি- ফ্রিজ সরানো, টেলারিং সহ অন্যান্য কর্মমুখী প্রশিক্ষণ। কর্মমুখী করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকারের আওতায় রাজ্যের ৬ লক্ষ তরুণ-তরুণী দের প্রশিক্ষণ দেওয়া হয়েছে 'উৎকর্ষ বাংলা'  প্রকল্পে। এই উদ্যোগের সাম্মানিক স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হল রাজ্য সরকারের 'উৎকর্ষ বাংলা'।

রাষ্ট্রপুঞ্জের ই -গভর্নেন্স বিভাগে সেরা পাঁচের তালিকায় সম্মানিত হয় রাজ্য সরকারের 'সবুজ সাথী' প্রকল্পটিও। এই প্রকল্পটির আওতায় রয়েছে রাজ্যের নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেবার উদ্যোগ। ইতিমধ্যে 'সবুজ সাথী' প্রকল্পটিকে পরিবেশ বান্ধব প্রকল্প হিসেবে সেরার তালিকায় ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় সিআইসিজি ভবনে এই পুরস্কার তুলে দেওয়া হয় রাজ্য সরকারকে। উৎকর্ষ বাংলা, সবুজ সাথী প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে নতুন প্রকল্পগুলিও আগামীতে এমন সম্মান বয়ে আনবে বলে আশাবাদী বর্তমান রাজ্যসরকার।    

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...