Wooden Satellite: মহাকাশে পাঠানো হল কাঠের তৈরি স্যাটেলাইট, জেনে নিন বিস্তারিত

মহাকাশ নিয়ে গবেষণা মানুষের বহুকালের। মহাকাশে সফল বসতি নির্মানের জন্য প্রতিনিয়ত বিজ্ঞানীরা নিত্যনতুন পরীক্ষামূলক অভিযান চালিয়ে যাচ্ছেন। এবার সেই উদ্দ্যেশ্যে মহাকাশে কাঠের প্যানেলযুক্ত প্রথম স্যাটেলাইটটি (Wood-Panelled Satellite) উৎক্ষেপণ করা হয়েছে।

 

হাইলাইটসঃ
১। স্যাটেলাইটটির নাম ‘লিগনোস্যাট’
২। এটির ওজন মাত্র ৯০০ গ্রাম
৩। এটি ম্যাগনোলিয়া গাছের কাঠ দিয়ে তৈরি

 

স্যাটেলাইটটির নাম ‘লিগনোস্যাট’, যা লাতিন ভাষায় কাঠের জন্য ব্যবহৃত শব্দ। জাপানের একদল গবেষক এই স্যাটেলাইট তৈরি করেছেন। এটির ওজন মাত্র ৯০০ গ্রাম। এটি ম্যাগনোলিয়া গাছের কাঠ দিয়ে তৈরি, যা স্ক্রু বা গাম ছাড়া একটি প্রথাগত পদ্ধতিতে তৈরি করা হয়েছে। বর্তমানে এটি স্পেসএক্সের একটি মিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে যাচ্ছে। সেখানে পৌঁছানোর পর এটি পৃথিবীর কক্ষপথে ঘুরবে।

তবে লোহা বা অন্যান্য ধাতুর বদলে কাঠ দিয়ে স্যাটেলাইট গঠনের নৈপথ্যে এক বিশেষ উদ্দ্যেশ্য রয়েছে। মূলত চাঁদ ও মঙ্গলে ভবন নির্মাণের জন্য কাঠের উপযোগিতা পরীক্ষা করতে এই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে। কিয়োতো বিশ্ববিদ্যালয়ের বন বিজ্ঞান বিভাগের অধ্যাপক কোজি মুরাতা রয়টার্স নিউজ এজেন্সিকে বলেছেন, “মহাকাশে কাঠের স্থায়িত্ব পৃথিবীর তুলনায় বেশি। কারণ সেখানে জল বা অক্সিজেন নেই যা কাঠকে নষ্ট বা দগ্ধ করতে পারে।” গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে মহাকাশ অনুসন্ধানে ব্যবহৃত কিছু ধাতু কাঠ দ্বারা প্রতিস্থাপন করা সম্ভব হতে পারে।


লিগনোস্যাটের কাঠের প্যানেলগুলির পাশাপাশি এই স্যাটেলাইটে অ্যালুমিনিয়াম স্ট্রাকচার এবং ইলেকট্রনিক উপাদানও অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষকগণ এই যানে একাধিক সেন্সর যোগ করেছেম, যা মহাকাশের চরম পরিবেশে কাঠের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবে। মোট এটি ছয় মাস ধরে পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে।

অন্যদিকে, মহাকাশে কাঠ ব্যবহারের ফলে জ্বালানির প্রয়োজনে ধাতব স্যাটেলাইটের তুলনায় কম দূষণ ঘটবে। ফলে কাঠ মহাকাশে ব্যবহারের জন্য একটি সম্ভাব্য বিকল্প হিসেবে নির্বাচনের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষকদের কাছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...