মহিলাদের প্রিমিয়ার লিগ

পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য মিনি আইপিএল ঘোষণা করল বিসিসিআই । তবে পুরুষদের মত আটটি দল নয় মাত্র তিনটি দল নিয়ে শুরু হবে এই টি-২০ টুর্ণামেন্ট। সুপারনোভাস দলের অধিনায়কত্ব পেয়েছেন হরমনপ্রিত কউর, ট্রেলব্লেজার্স দলের অধিনায়ক স্মৃতি মনধানা আর  ভেলোসিটা দলের অধিনায়ক হলেন মিথালি রাজ। ১৩ জন প্রতি দলের এই টুর্ণামেন্ট শুরু হবে ৬ মে ও শেষ হবে ১১ মে। পুরুষদের মতই দলে ৪জনের বেশি বিদেশী খেলোয়াড় থাকতে পারবে না।  ভারতের পাশাপাশি এই টুর্ণামেন্টে অংশগ্রহন করবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিস, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা। মিনি আইপিএলে অংশগ্রহনকারী তিনটি দলের খেলোয়াড়দের তালিকা দেওয়া হল

সুপারনোভাস দল: হরমনপ্রিত কউর (ক্যাপ্টেন), অনূজা পাতিল, অরুন্ধতী রেড্ডি, চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা), জেমিমা রডরিগেজ, লিয়া তাহু (নিউজিল্যান্ড), মানসী যোশী, নাতালি সিভার (ইংল্যান্ড), পূণম যাদব, প্রিয়া পুনিয়া, রাধা যাদব, সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), তানিয়া ভাটিয়া (উইকেটকিপার)

কোচ: উরকেরি ভেঙ্কাটা রামন

ট্রেলব্লেজার্স দল: স্মৃতি মনধানা (ক্যাপ্টেন), ভারতী ফুলমালি, দায়ালান হেমলতা, দীপ্তি শর্মা, হার্লিন দেওল, জাসিয়া আখতার, ঝুলন গোস্বামী, আর কল্পনা (উইকেটকিপার), রাজেশ্বরী গায়েকোয়াড়, শাকিরা সেলমান (ওয়েস্ট ইন্ডিজ), সেফি একলেস্টোন (ইংল্যান্ড), স্টেপানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), সুজি বেটিস (নিউজিল্যান্ড)

কোচ: বিজু জর্জ

ভেলোসিটি দল: মিতালি রাজ (ক্যাপ্টেন), অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড), ড্যানিয়েলে ওয়াট (ইংল্যান্ড), দেবিকা বৈদ্য, একতা বিস্ট, হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), জাহানারা আলম (বাংলাদেশ), কোমল ঝাঁঝড়, শেফালি বর্মা, শিখা পান্ডে, সুষমা বর্মা (উইকেটকিপার), সুশ্রী দিব্যদর্শিনী, বেদা কৃষ্ণমূর্তী

কোচ: মমতা মাবেন

ওমেনস টি-২০ চ্যালেঞ্জের সূচি

৬ মে: সুপারনোভাস বনাম ট্রেলব্লেজার্স (জয়পুর)

৮ মে: ট্রেলব্লেজার্স বনাম ভেলোসিটি (জয়পুর)

৯ মে: সুপারনোভাস বনাম ভেলোসিটি (জয়পুর)

১১ মে: ফাইনাল (১ম বনাম ২য় দল) (জয়পুর)

 

  

এটা শেয়ার করতে পারো

...

Loading...