রাজারহাটের আইবিআইএস-এ নারী দিবস পালন

৭ই মার্চ ২০১৯, প্রথম বার আন্তর্জাতিক নারী দিবস পালন করে তাক লাগালো আইবিআইএস কলকাতা রাজারহাট| সহযোগিতায় ছিল সি টু ইন্ডিয়ান উওমেন (women) নেটওয়ার্ক| উপস্থিত ছিলেন এই সংস্থার চেয়ারপার্সন অগ্নিমিত্রা পল এবং আইবিআইএস কলকাতা রাজারহাটের হোটেল ম্যানেজার মিস্টার মিজান উদ্দিন| সম্পূর্ণ অনুষ্ঠানটি কন্ডাকটিং-এর দায়িত্বে ছিলেন মিস্টার ইন্ডিয়ান উওমেন নেটওয়ার্ক-এর কনভেনর মিস পারমিতা ঘোষ এবং ছিলেন আইবিআইএস-এর এগজিকিউটিভ শেফ মিস্টার সুনীল কুমার গোপালন|

বর্তমান যুগে মানুষের মধ্যে বাসা বাঁধা নানান রোগ সম্পর্কে সচেতনতা প্রচারই ছিল এই সংস্থার লক্ষ্য| প্রচুর নারীরা আজকাল নানা রোগের শিকার হচ্ছেন যেমন রক্তাল্পতা থেকে শুরু করে অস্টিওপোরোসিস প্রভৃতি| সেই রকম কতটা পুষ্টি একজন নারীর গ্রহণ করা উচিত তা জানানোর জন্যই ছিল এই অনুষ্ঠান|

অনুষ্ঠানে উপস্থিত কুক নিজে বেশ কয়েকটি রন্ধন প্রণালী সকলের সামনে উপস্থাপন করে দেখান যে কোন খাবারগুলো গ্রহণ করলে নারীদেহে পুষ্টির অভাব কমে যাবে|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...