ইন্ডিয়ান আর্মির ইতিহাসে প্রথমবারের মত আর্মি প্যারেড নেতৃত্ব দেবেন একজন মহিলা আর্মি অফিসার। প্রতি বছর ১৫ই জানুয়ারি সেনা দিবস প্যারেড অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর ৭১তম আর্মি ডে প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন মহিলা লেফটেনেন্ট ভাবনা কস্তুরী। ইন্ডিয়ান আর্মি সার্ভিস কর্পস এর ১৪৪ জন পুরুষ সৈন্যদলকে সার্ভিস কোর কন্টিজেন্টের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চলেছেন ভাবনা।
প্রথম বারের মত সেনা দিবসে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আপ্লুত ভাবনা জানান, দেশের ইতিহাসে প্রথম বারের মত কোন মহিলা সেনা সদস্য নেতৃত্ব দিতে চলেছেন আরমি প্যারেডে। এর আগে আর কোন মহিলা অফিসার নেতৃত্ব দেবার সুযোগ পাননি। ভাবনা ২০১৫-এর অক্টবর মাসে সেনা অফিসার ট্রেনিং এ যোগদান করেন। সেনা অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে এনসিসি থার্টি এইট স্পেশ্যাল এন্ট্রি নিয়ে যোগদান করেন তিনি।
লেফটেনেন্ট ভাবনা কস্তুরী ছাড়াও ক্যাপ্টেন শিখা সুরভি নেতৃত্ব দেবেন সেনাদের ডেয়ার ডেভিল্স মোটরসাইকেল ডিসপ্লে টিমকে। নয়টি মোটর সাইকেল নিয়ে ৩৩ জন পুরুষ সেনার পিরামিড আকারের বাইক ৱ্যালিকে নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন শিখা। ১৫ জানুয়ারির পর আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড এই দুই দলকে অংশগ্রহণ করতে দেখা যাবে। পরিবর্তন এবং বিবর্তনের সাথে সাথে মহিলা অফিসারদের গ্রহণযোগ্যতা বেড়ে চলেছে বলে উচ্ছাস প্রকাশ করেছেন লেফটেনেন্ট ভাবনা।