২৪ ঘন্টায় জোড়া ঝড়ে আক্রান্ত নিউজিল্যান্ড

প্রায় ২৪ ঘন্টা আগে বে ওভালের ওপর দিয়ে বয়ে গেছে রোহিত ও কোহলি ঝড়। সেই ঝড়ের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের মিথালি ও মনধানা ঝড়ে আক্রান্ত নিউজিল্যান্ড। ভারতীয় পুরুষ দলের কাছে ৭ উইকেটে হারের পর এবার মহিলা দলের কাছেও ৮ উইকেটে হেরে ঘরের মাঠে সিরিজ হাতছাড়া হল নিউজিল্যান্ড মহিলা দলের। মঙ্গলবার বে ওভালে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়  মিথালি রাজ অ্যান্ড কোং। আর তাতেই বাজি মাত,  নিউজিল্যান্ডের পেস ফ্রেন্ডলি পিচে নিজের পেস ও সুইং-এর মাধ্যমে আঘাত হানে ভারতের ভেটেরান ফাস্ট বোলার ঝুলন গোস্বামি। তিনি ৩টি উইকেট পান, ঠিক যেটা আগের দিন পেয়েছিল মহম্মদ সামি। এছাড়াও বোলিং বিভাগে চমক দেখিয়েছে একতা বিশত, দিপ্তি শর্মাপুনম যাদব। কিউই অধিনায়ক এমি স্যাথারওয়েট (৭১ রান) দলের হলে আপ্রাণ চেষ্টা করলেও ৪৫ ওভারের মাথায় মাত্র ১৬১ রান করেই শেষ হয়ে নিউজিল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে এক উইকেট হারালেও তা মেরুদন্ড ভাঙতে পারে নি ভারতের। স্মৃতি মনধানা (৯০ রান) ও অধিনায়ক মিথালি রাজের (৫৩ রান) অনবদ্য থার্ড উইকেট পার্টানারশিপের জেরে সহজ জয় হাসিল করে ভারত। আর এই ম্যাচ জিতে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ২-০ এগিয়ে গেল ‘উইমেন ইন ব্লু’

এটা শেয়ার করতে পারো

...

Loading...