সম্বোধনের নয়া ট্রেন্ড বাংলা ধারাবাহিকে

বাংলা ধারাবাহিকের আজ নয়া ট্রেন্ড স্বামীকে ‘আপনি’, ‘আজ্ঞে’ সম্বোধনে ডাকা। আপনারা হয়ত বলবেন এ আর নতুন কী? স্বামীর নাম যে মুখে আনতে নেই, তিনি যে সম্মানীয় ব্যক্তি। আর সম্মানীয় ব্যক্তি মানেই আপনি-আজ্ঞে। আগেকার দিনে জমিদার বাড়িতে স্বামীকে এই আপনি-আজ্ঞে ডাকার চল ছিল। নবাবি আমলেও চল ছিল। তবে, সেটা বাস্তবে। কিন্তু আজ কি বাস্তবে কেউ তাঁর পতিদেবকে অমন আপনি-আজ্ঞে’ করে ডাকেন? একদমই না। বরং ডাক হাঁক ‘তুমি’ পেরিয়ে ‘তুই’-তে এসে ঠেকেছে। বেশিরভাগ ক্ষেত্রেই আজ সমবয়সি বিবাহ লক্ষ্য করি আমরা। ফলে, সমবয়সি বন্ধুকে হঠাৎ করে ‘তুমি’ বলে ডাকতে অনেকেই চায় না। অনেকে আবার সম্বন্ধ করে বিয়ে হলেও বন্ধুত্বের খাতিরে কিংবা বন্ডিং বাড়াতে স্বামীকে ‘তুই’ বলে ডাকে। কিন্তু আপনি আজ্ঞে ভুলেও ডাকে না কেউ। এই রীতি চালু হয়েছে বাংলা ধারাবাহিকে। শুধু কি ‘আপনি-আজ্ঞে’? এক এক জন এক এক রকমের নাম দিচ্ছেন নিজের স্বামীর। কেউ ডাকছে বাজে ডাক্তার, কেউ শহরের বাবু, কেউ অর্চিবাবু, কেউ ছোটকর্তা, কেউ গোমরা মুখো, কেউ বা বাঁধ বাবু কেউ বা মিস্টার চ্যাটার্জি। এক এক সময় অবাকই লাগত সেই সব ডাক শুনলে। তবে স্বামীর নাম নেব না বলে এই সব ডাকব?  আমরা ডাকি না। ডাকেন আমাদের পছন্দের শ্যামা, জয়ী, রাধারা। শুনতে অভ্যস্ত হয়ে গেছি আমরা। তাই আর খটকা লাগে না। বাংলা ধারাবাহিকের সম্বোধন নিয়ে এই নয়া ট্রেন্ড জমানোর আসল কারণ কী তা হলে?

এই নিয়ে অবশ্য নানা মুনির নানা মত। ফোন ঘোরালাম ধারাবাহিকের এই সময়কার এক ব্যস্ত সংলাপ রচয়িতা ঋষিতা ভট্টাচার্যকে। তিনি জানান- “আসলে যে কোনও ধারাবাহিকের গল্পের শুরুয়াত এমন একটা জায়গা থেকে শুরু হয় তাতে এই আপনি আজ্ঞে না ডেকে উপায় নেই। বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চবিত্ত পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হয় নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের। আবার এমনও হয় বাড়ির কাজের মেয়েকে বিয়ে করে ফেলে বাড়ির দয়ালু, উদারমনা ছেলেটি। ফলে মেয়েটি সেই প্রভাবশালী স্বামীকে সহজে ‘তুমি’ সম্বোধন করতে দ্বিধা বোধ করে। অনেকসময়েই আবার দেখা যায় কেউ মেয়েটিকে বাধ্য হয়ে বিয়ে করে। সেই জায়গায় দাঁড়িয়ে ভালবাসা, প্রেম, রোমান্স আসতে অনেকটা সময় লেগে যায়। ফলে, ডাক হাঁকেও থাকে একটা আব্রুভাব। আমার মতে গল্পের কারণেই এই আপনি আজ্ঞে কিংবা বিভিন্ন ধরনের নামে স্বামীকে ডাকার ব্যবস্থা করি আমরা।”

সুতরাং বলতে দ্বিধা নেই, গল্পের ঝাঁঝ মেনেই স্বামীকে আপনি-আজ্ঞে ডাকার ট্রেন্ড বাংলা ধারাবাহিকে। আর পড়ে রইল নাম। স্বামীর নাম মুখে আনতে নেই। মুখে নিলেই নাকি নারীর পাপ বহুগুণে বেড়ে যায়। তাই তাকে তার স্বভাব অনুযায়ী কিংবা আরও নানা কারণে নাম দেয় তাদের পতিব্রতা স্ত্রী’রা থুড়ি কাহিনিকারেরা। দর্শক যে সেই সব নাম উপভোগ করেন না এমনটা নয়। তাঁরাও আবার ধারাবাহিকটি নিয়ে বাড়ির অন্যদের সঙ্গে আলোচনা করার সময় ওই সব নামই ব্যবহার করেন যেমন- ছোট কর্তা, বাঁধ বাবু, শহরের বাবু। আমজনতার কাছে ধারাবাহিকের প্রভাব এমনই।  

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...